রাজনৈতিক

মন্ত্রীর নির্বাচন বাতিল ঘোষণা করলো হাইকোর্ট


মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ১৩ মে: গুজরাটের বিজেপি সরকারের মন্ত্রী ভূপেন্দ্রাশিস চুদাসামার নির্বাচন অবৈধ ঘোষণা করল গুজরাট হাইকোর্ট। মঙ্গলবার এক রায়ে গুজরাট হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। গত ২০১৭ সালের গুজরাট বিধানসভা নির্বাচনে ঢোকলা কেন্দ্র থেকে চুদাসামা ৩২৭ ভোটে নির্বাচিত হয়েছিলেন। যে নির্বাচন ঘিরে অসদুপায় গ্রহণ এবং কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছিলো। বর্তমানে গুজরাটের বিজয় রুমানীয় নেতৃত্বাধীন বিজেপি সরকারের শিক্ষা, আইন এবং সংসদীয় দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্রাশিস চুদাসামা।

উল্লেখ্য, ভূপেন্দ্রাশিস চুদাসামার নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরাজিত কংগ্রেস প্রার্থী অশ্বিন রাঠোর। নিজের আবেদনে তিনি জানিয়েছিলেন, ওই নির্বাচনে বিজেপি প্রার্থী ভূপেন্দ্রাশিষ চুদাসামা প্রতিটি পদক্ষেপে নির্বাচন কমিশনের বহু নিয়ম মানেন নি। অর্থনৈতিক পথ অবলম্বন করছেন। এমনকি ভোট গণনার সময় তিনি অসদুপায় অবলম্বন করে জয়ী হয়েছেন। এদিনের রায়ে বিচারপতি পরেশ উপাধ্যায় ওই বিজেপি মন্ত্রীর নির্বাচন ‘বাতিল’ বলে ঘোষণা করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।