দেশ

বিজেপি-কে ভোট নয় : অভিনব বার্তা বিজ্ঞানীদের


নিউজ ডেস্ক, চিন্তন নিউজ, ৫ এপ্রিল: বি জে পি কে ভোট নয়, মনস্থির করেছেন বিজ্ঞানীরা। ১৫০ জনের বেশী বৈজ্ঞানিক আবেদন করলেন, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার রক্ষার দাবিতে ভেবে চিন্তে ভোট দেওয়ার।
আবেদন পত্রে ১৫২ জন বৈজ্ঞানিক স্বাক্ষর করেছেন এবং উল্লেখ করেছেন যারা জাতি, ধর্ম, লিঙ্গ, ভাষা ইত্যাদি বিচারে মানুষ কে ভাগ করে, তাদেরকে প্রত্যাখ্যান করা উচিৎ।
বৈজ্ঞানিকরা বলেছেন মানুষের মধ্যে বিভেদ, ভয় দিয়ে বিভাজন তৈরী করছে এই সরকার।মহিলা, দলিত, আদিবাসী ধর্মীয় সংখ্যালঘু গরিব মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে এই সরকার। বৈজ্ঞানিকরা আবেদনপত্রে উল্লখ করেছেন যে প্রতিদিন বৈজ্ঞানিক, সমাজকর্মী, যুক্তিবাদীদের নিগৃহিত, লাঞ্ছিত করা হচ্ছে এবং জেলে পাঠানো হচ্ছে। এমনকি যুক্তিবাদী সমাজকর্মী, কবি, লেখক, লেখিকাদের হত্যাও করছে। সুতরাং সমস্ত যুক্তি বিশ্লেষন করে, অসাম্য, হুমকি, বিভাজন ইত্যাদির বিরুদ্ধে চিন্তাভাবনা করে ভোট যেন দেন দেশবাসী।


2 Replies to “বিজেপি-কে ভোট নয় : অভিনব বার্তা বিজ্ঞানীদের

  1. সত্যি, ভেবে চিন্তে ভোটাধিকার প্রয়োগ করা উচিত । রাজনীতির নীতি বাদ দেওয়ার প্রবনতা চলছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।