চিন্তন নিউজ:২৪/০৭/২০২৪:- সোমনাথ ঘোষঃ-ছত্রিশগড়ের রায়পুর সীমান্তে ৩ জন গবাদি পশু পালককে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে চন্ডীতলা ১ ব্লক কৃষক সভার উদ্যোগে ভগবতীপুর বাজারে প্রতিবাদ সভা ও গণ অর্থ সংগ্রহ কর্মসূচি ।
বক্তব্য রাখেন প্রাদেশিক কৃষক সভার সহ সভাপতি ও হুগলী জেলা কৃষক সভার সভাপতি কমরেড ভক্তরাম পান ।
ব্লক কৃষক সভার সম্পাদক সোমনাথ ঘোষ, কাজী রবিয়েল হক। উপস্থিত ছিলেন আশীষ চ্যাটার্জি, সাজাহান, মাধব সাঁতরা, অজিত পাল, অমরেন্দ্রনাথ রুইদাস সহ অন্যান্য নেতৃত্ব ।
সুদীপ্ত সরকারঃ-কেন্দ্রীয় সরকারের কর্পোরেট মুখি ও জনবিরোধী বাজেটের বিরোধীতা করে, দেশে পশু ব্যবসায়ীদের উপর নির্মম আক্রমণের প্রতিবাদে ও আলুচাষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিমার টাকা ফেরতের দাবীতে আজ জাঙ্গীপাড়ার বসন্তপুরে থানা কৃষক সমিতি ও ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হল। পথসভায় বক্তব্য রাখেন সুদীপ্ত সরকার, পবিত্র সিংহরায়, তপন রায়, প্রভাত ঘোষাল। সভাপতিত্ব করেন বিরাজ সিংহরায়।
সুব্রত দাসগুপ্তঃ-আজ বি টি পি এস প্লান্ট (B. T. P. S plant) গেটে ঠিকা শ্রমিক দের নতুন বেতন চুক্তি লাগু সহ অন্যান্য দাবিতে গেট সভা
দেবারতি বাসুলীঃ-বীর শহীদ জওয়ান সফিউল ইসলাম বানিজ্য বিভাগে জিরাট কলেজে পাঠরত অবস্থায় ১৯৯৪ সালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীতে (BSF) যোগদান করেন।২০০২ সালের ২৪শে জুলাই কাশ্মীরে জঙ্গীদের সাথে লড়াইয়ে শহীদ হন। এই বীর শহীদের শহীদ দিবসটি যথাযথ মর্যাদায় এসএফআই ডিওয়াইএফআই (SFI-DYFI) পালন করে এসেছে। প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হল শহীদ দিবস।
৫ জন দুঃস্থ ছাত্র ছাত্রীদের অর্থিক সাহায্য ও করা হয়েছে।
আজ ২৪ -৭-২৪ সন্ধ্যা ৬ টা থেকে প্রতিবাদ সভা সংগঠিত হয় পুরশুড়া থানা কমিটি , সারা ভারত কৃষক সভা তিন জন পশু ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে, সোদপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুখেন্দু অধিকারী। বক্তব্য রাখেন সন্দীপ সামন্ত,সিমন্ত কয়াল, অর্চনা মন্ডল, গৌতম মাজি, রামকৃষ্ণ মন্ডল।হারাধন ভৌমিক ও বক্তব্য রাখেন।
আজ, খানাকুল-২ নং ব্লক কমিটির পক্ষ থেকে নন্দনপুর রথতলা সংলগ্ন রাস্তায় প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচি চলছে। এবং সাথে সাথে লাল শালুপেতে অর্থ সংগ্রহ চলছে। সবমিলিয়ে ৫০ জন জমায়েত হয়েছে। অসীম বাগ। মোট১০৫০ টাকা সংগৃহীত হয়েছে।