চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :- ১৫ ই জানুয়ারি – গতকাল জেলায় পৌষ সংক্রান্তিতে ঘুড়ির মেলা চলেছে, বিশেষত বর্ধমান শহরে মহাসমারোহে। আজ ১ লা মাঘ, আজও সারা শহর, গ্রাম গঞ্জ ঘুড়ির উৎসবে মেতে। এরই মধ্যে গলসী ২ এরিয়া কমিটির কুড়মুন- চন্দনপুর গ্রামে গণ অর্থ সংগ্রহের কর্মসূচী পালিত হচ্ছে।
বর্ধমান শহরে ১ এরিয়া কমিটির ম্যারাথনভাবে ৮ নম্বর ওয়ার্ডে ছটি দেওয়ালে লিখন হয় আর ২৫ টি দেওয়াল চুন করা হলো।
Lal Salam