জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ: পার্থ চ্যাটার্জীঃ- আজ ২৬ শে জুলাই শুক্রবার সংযুক্ত নাগরিক কমিটির ডাকে চন্দননগরে অন্যায় ভাবে হকার উচ্ছেদের প্রতিবাদে, রবীন্দ্রভবন রাজনৈতিক দলের ব্যবহারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবং বিভিন্ন ওয়ার্ডে যত্রতত্র পুকুর বোজানোর বিরুদ্ধে চন্দননগর পৌরসভার সামনে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশ্বজিৎ মুখার্জী। প্রস্তাব উত্থাপন করেন অন্যতম সম্পাদক বিশ্বনাথ বন্দোপাধ্যায়। বিভিন্ন বক্তা এর সমর্থনে বক্তব্য রাখেন। হকাররা মিছিল করে আজকের এই সভায় উপস্থিত হন। বহু সাধারণ নাগরিক আজকের এই সভায় উপস্থিত ছিলেন।

ভাস্কর রায়ঃ-দাদপুর থানা এলাকায় খেত মজুর ধর্মঘট আজও অব্যাহত হারিট অঞ্চলের আটটি বুথে এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। খেতমজুরের দাবি দু’ কেজি চাল, ২০০ টাকা। চাষির দাবি মাই খোরাকি ২৩০ টাকার বেশি দেবে না এই নিয়ে ধর্মঘট অব্যাহত। সড়ক বুথে প্রশাসন কে দিয়ে শাসক দল চাষি দের নিয়ে থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গোস্বামী মালিপাড়া ছয় টি বুথের মধ্যে একটি বুথে সমাধান হয়েছে বাকি পাঁচটি বুথে ধর্মঘট অব্যাহত শাসকের হুমকি আছে। দাদপুর অঞ্চলে ধর্মঘট সফল হয়েছে সেখানে দু’ কেজি চাল ১৯০ টাকা রোজ ধার্য হয়েছে।

বাবাই সাহাঃ-সিআইটিইউ সর্বভারতীয় কাউন্সিল সভা উপলক্ষ্যে আলোচনাসভা হল শুক্রবার দীনেন স্মৃতি ভবনে। সিআইটিইউ হুগলি জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি হয়। আলোচনার মুল বিষয় ছিলো শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে বর্তমান চ্যালেঞ্জ। মুল আলোচক ছিলেন সিআইটিইউ রাজ্য নেতৃত্ব অভাষ রায়চৌধুরী। তিনি বলেন শ্রেণীবিভক্ত সমাজে শ্রমজীবী মানুষের লড়াই সর্বদা চ্যালেঞ্জের মুখে থাকে। শাসক শ্রেণী সর্বদা চায় ছলে বলে কৌশলে শ্রমজীবী মানুষের আন্দোলন কে ভাঙতে চায়। শাসক শ্রেণী তার আধিপত্য প্রসারিত করে শ্রমজীবী মানুষের মধ্যে একটা দুর্বল চেতনার অংশকে প্রভাবিত করে।
উৎপাদনের ধরণের বদল শ্রম সঙ্কট আরো বদলে দিয়েছে পরিস্থিতি। সংগঠিত ক্ষেত্রে স্থায়ী শ্রমিকের সংখ্যাটা ক্রমশ কমে যাচ্ছে। আজকে সংগঠিত ক্ষেত্রের ঠিকা শ্রমিকের কাজ বদলে যাচ্ছে। আউট সোর্সিং যত হচ্ছে স্থায়ী শ্রমিকদের সাথে ঠিকা শ্রমিকদের শ্রমিক দের সামাজিক সুরক্ষা নিয়ম কানুনের পার্থক্য থেকে যাচ্ছে।
মুল আলোচক ছাড়া সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা সম্পাদক তীর্থঙ্কর রায়। উপস্থিত ছিলেন আব্দুল হাই, মনোদীপ ঘোষ, শান্তশ্রী চ্যাটার্জি, জগন্নাথ ঘোষ প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা সভাপতি মলয় সরকার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।