জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ: পার্থ চ্যাটার্জীঃ–চন্দননগর ১ নং ওয়ার্ডের প্রগতি সংস্কৃতি পরিষদের উদ্যোগে রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শ্রী সুনীত কুমার মজুমদার মহাশয়। প্রথমে ত্রয়ী কবির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর পরিষদের নিজস্ব গানের টিম উদ্বোধনী সংগীত পরিবেশন করে। এরপর বিভিন্ন বিভাগে এলাকার ছেলে মেয়েরা গান আবৃত্তি নৃত্য পরিবেশন করে। তিন কবিকে নিয়ে বক্তব্য রাখেন যথাক্রমে শ্রী ভবানী দাস মৃত্যুঞ্জয় রায়চৌধুরী ও পৌলমি চট্টোপাধ্যায়। এলাকার বহু মানুষ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক শ্রী জয়ন্ত প্রসাদ চট্টোপাধ্যায়।

দেবারতি বাসুলীঃ-পুরশুড়া দক্ষিণ এরিয়া কমিটির অন্তর্গত হাটী ব্রাঞ্চের প্রাক্তন সম্পাদক প্রয়াত গনেশ চন্দ্র মাইতির স্মরণ সভা অনুষ্ঠিত হয় হাটী মাই‌তি পাড়ায়।

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার হরিপাল চক্রের 49 তম সম্মেলন অনুষ্ঠিত হলো গতকাল। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মোহনদাস পন্ডিত জেলা কোষাধ্যক্ষ অসীম পাল, জেলা পরিষদ সদস্য সন্দীপ চক্রবর্তী, জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য সুশান্ত ধারা এবং রাজু ওরাং সহ চক্র নেতৃত্ব।

সুদীপ্ত সরকারঃ-জাঙ্গীপাড়া থানা ক্ষেতমজুর কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশন এ বক্তব্য রাখছেন স্বপন বটব্যাল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।