জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:উমাশঙ্কর চক্রবর্তীঃ ২৭ জুলাই,২০২৪:- আজ চুঁচুড়ার রবীন্দ্র ভবনে ‘সমকাল ও বিবৃতি’ পত্রিকা গোষ্ঠী এবং ‘হুগলী- চুঁচুড়া বইমেলা কমিটির’ আয়োজনে কবিতা পাঠের আসর এবং কবিতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো । ‘কবিতার কাছে সময়ের দাবি’ , এই বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি গৌতম চৌধুরী। এই কবিতা পাঠের আসরে কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় ও কবি অভিজিৎ ভট্টাচার্য স্বরচিত কবিতা পাঠ করেন ।

দেবারতি বাসুলীঃ-পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগড়া বিজ্ঞান কেন্দ্র এবং হুগলি ওমেন্স কলেজের যৌথ উদ্যোগে আজ বিশ্ব সর্প দিবস এবং অরণ্য সপ্তাহ পালন হল। অনুষ্ঠানটি পরিচালনা করেন হুগলি ওমেন্স কলেজের পক্ষে উদ্ভিদ বিদ্যার সহকারি অধ্যাপক তথা কলেজের ইকো ক্লাবের আহ্বায়ক অধ্যাপক অশোক কুমার মুরমু। এছাড়াও ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষে ছিলেন অনিরুদ্ধ মন্ডল ও শুদ্ধশীল দত্ত। এছাড়াও কলেজের বহু ছাত্রী এবং অধ্যাপক এবং অধ্যাপিকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গত ১৪ জুলাই থেকে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে চারা গাছ বিতরণের বা বৃক্ষরোপনের কাজটি চলছে, এদিনও কলেজের ছাত্রীদের নিয়ে উৎসাহের সঙ্গে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে এই দিনটি ছিল বিশ্ব সর্প দিবস (World Snake Day) যা প্রতি বছর ১৬ জুলাই পালিত হয়। সাপ সম্পর্কে মানুষের মধ্যে একটি সাধারণ ভীতিবোধ কাজ করে। অথচ সাপ এমন একটি প্রাণী যে নীরবে বাস্তুতন্ত্রকে রক্ষা করার কাজটি করে যায়। এ দিবসের উদ্দেশ্য হলো সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এদের সংরক্ষণে মনোযোগ আকর্ষণ করা। সাপ প্রায়শই ভয় ও ভুল ধারণার শিকার হয়, যার ফলে অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এই দিবসটি সাপের জীববৈচিত্র্য এবং পরিবেশে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, যা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অপরিহার্য। অনিরুদ্ধ মন্ডল সাপের সংরক্ষণের তাৎপর্য সম্পর্কে এই বিষয়টিই তুলে ধরেন।

বুকস্টল উঠে গেল, চা স্টল চালু হলো
কিছুদিন আগেও ব্যাণ্ডেল হাওড়ার স্টেশনগুলির মধ্যে বেশ ক’টি প্ল্যাটফর্মে বই এর স্টল ছিল। ব্যাণ্ডেল, চন্দননগর, শ্রীরামপুর ইত্যাদি প্ল্যাটফর্মে বড় বই এর দোকান ছিল। ট্রেন আসার ফাঁকে অনেকের আগ্রহ ছিল বই দেখার এবং সাথে সাথে কেনারও।

সাহিত্য বই ছিল সবকটি স্টলে। এসব স্টল থেকে উপহার দেবার বই পাওয়া যেত।
কলকাতা ও জেলা থেকে প্রকাশিত বিভিন্ন ধরণের পত্রিকা শোভা পেত। উদ্যোক্তারা পাঠকদের দর্শন ও ক্রয়ের জন্য রাখতেন।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন ধরণের কমপিটিটিভ ম্যাগাজিন পাওয়া যেত ।বিভিন্ন পরীক্ষায় বসার জন্য ফর্ম পাওয়া যেত।

রেল এখন কোটি কোটি টাকা খরচ করে অমৃতভারত স্টেশন গড়বে। যাত্রীদের আর হেঁটে ট্রেনে উঠতে হবে না। রেল ক্রেনেতে করে তুলে দেবে। সব ঝাঁ চকচকে হবে। কোথাও জল কাদা থাকবে না। খাবার জলের বদলে কোকাকোলা পড়বে।
তাই হকার থাকবে না। আর বই এর স্টলও দরকার নেই । যা দু’চারটে স্টল থাকবে, ওসব ব্রিটেন বেইজিং টাইপের স্টল হবে।

বলতে তো বাধা নেই এখন স্টেশন প্ল্যাটফর্মে চা আর জল ছাড়া কিছুই বিক্রির অর্ডার নেই। আর বইএর খদ্দেরও নেই। তাই চন্দননগরে আগেই উঠে গেল। এবার অমৃতভারতের টানে উঠে গেল ব্যাণ্ডেল ও শ্রীরামপুরে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।