চিন্তন নিউজ:- ২৮ শে জুন- জয়দেব ঘোষ–অবিলম্বে জাল ভ্যাকসিন কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং আজ কলকাতা পুরসভার সামনে বিক্ষোভরত ছাত্র যুব মহিলা নেতৃত্বদের গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাদের মুক্তির দাবীতে আজ কোন্নগর ফাঁড়ির সামনে এস এফ আই কোন্নগর আঞ্চলিক কমিটি ও ডি ওয়াই এফ আই কোন্নগর লোকাল কমিটির যৌথ ডাকে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়।

শিবানী দাশগুপ্ত—-আগামী কাল ‘ইয়াস ‘ দুর্গত সুন্দরবনের পাখিরালয়ে বাঁশবেড়িয়া ডানলপ, চন্দ্রহাটি সিপিআইএম পার্টির এরিয়া কমিটির পক্ষ থেকে ত্রাণ নিয়ে যাবার কর্মসূচি নেওয়া হয়েছে। মনসাতলা অফিসে আজ সকাল সাড়ে দশটা থেকে প্যাকেটিং হচ্ছে।

Thanks