জেলা

হুগলি জেলার সংবাদ:-



১৯ শে জুলাই- চিন্তন নিউজ:- গোপাল চাকী—- গতকাল রাতেই বই মেলার শুভাকাঙ্খি সদস্য, বিশিষ্ট শিক্ষক রাজীব মুখার্জী বইমেলা একাউন্টে ১০০০/- পাঠিয়ে সাহায্য করেছেন ৷ আজ উপদেষ্টামন্ডলীর সদস্য, বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ আনন্দময় ঘোষ একটি পাল্স অক্সিমিটার ও ২০০০/- দিয়ে সাহায্য করলেন ব ই মেলার সংগঠক সঞ্জয় ঘোষের হাতে ৷ আজ সকালে বইমেলার সদস্যা ও বিশিষ্ট বাচীকশিল্পী পিয়ালী সোম দাস সংগঠক সিতাংশু বিশ্বাসের হাতে ৫০০/- তুলে দিয়ে সাহায্য করলেন ৷

জয়দেব ঘোষ:-বৈদ্যবাটি ১৬ নং ওয়ার্ড এ ভ্যাক্সিন দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে সমাজ বিরোধী দের হাতে আক্রান্ত হুগলী জেলা কংগ্রেস মানবাধিকার শাখার সভাপতি সুদীপ ঘোষ। বহুবার বলা স্বত্বেও বৈদ্যবাটি পৌরসভার উপেক্ষিত অবহেলিত মালীর বাগান এর ভগ্নদশা ঠিকঠাক করেনি। এই ভগ্ন রাস্তার সংস্কারে এলাকার প্রবীণ মানুষরা এগিয়ে এসে সেই রাস্তা ঠিক করার কাজে হাত দিলেন।

সোমনাথ ঘোষ:-চন্ডীতলা ১ এরিয়া কমিটির উদ্যোগে জঙ্গলপাড়ায় এক কর্মীসভায় বলছেন পার্টির রাজ্য কমিটির সদস্য ও হুগলী জেলা সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ ।সভাপতিত্ব করেন কমরেড স্বপন বটব্যাল ।

সুব্রত দাশগুপ্ত:-বিদ্যুৎ বিল ২০২১ বাতিল এর দাবীতে বি.টি.পি.এস. প্ল‌্যান্ট এর গেটে শ্রমিক সংগঠন সি.আই.টি.ইউ. বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এই বিক্ষোভ সমাবেশ এ বক্তব্য রাখেন কমরেড সুব্রত দাশগুপ্ত, গননাথ দাস, শৈলেন বিশ্বাস,ও দিলীপ ঘোষাল।

হুগলি জেলার সিঙ্গুর এর গর্ব সায়ন্তন সাঁতরা। সে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। সিঙ্গুর উচ্চ মহামায়া বিদ্যালয় থেকে২০১৪ সালে মাধ্যমিক এবং ঐ স্কুল থেকেই বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়। সিঙ্গুর এলাকায় সে প্রথম স্থান অধিকার করে সবার নজর কাড়ে।পরে নরেন্দ্র পুরো রামকৃষ্ণ মিশন থেকে অঙ্কে স্নাতক পরে ২০২১ সালে ব্যাঙ্গালোর আই এস আই থেকে মাষ্টার অফ ম্যাথামেটিক্স ডিগ্রি লাভ করে। আগামী আগষ্ট মাসে সে পি এইচ ডি করতে পাড়ী দেবে আমেরিকায়।বাবা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং মা গৃহবধু। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সকলে গ্রামের ছেলে সায়ন্তন কে নিয়ে অত্যন্ত গর্বিত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।