চিন্তন নিউজ, সংবাদদাতা বরকত মোল্লা,১১ ই সেপ্টেম্বর২০২০:- ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কালনা শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে ১২ নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ অভিযান করা হলো। ডি ওয়াই এফ আই কাটোয়া পানুহাট আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ সকালে কাটোয়া ১৭, ৮ ও ৬ ওয়ার্ডে বাড়ি বাড়ি ও বাজার এলাকায় স্যানিটাইজেশান কর্মসূচি পালন করে।সারাদিন সারা ভারত কৃষকসভার সদস্য সংগ্ৰহ হলো কাটোয়া শহর এরিয়ার পানুহাটের একাইহাট গ্ৰামে।
নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি,করোনা টেস্ট, পেট্রোলিয়ামের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রভৃতি দাবিসহ মোট ৮ দফা দাবিতে সারা ভারত কৃষক সভা, ডি ওয়াই এফ আই, এস এফ আই, পূর্বস্থলী এরিয়া কমিটির ডাকে জালুইডাঙ্গা মোড়ে অবস্থান কর্মসূচি হলো। বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আই পূর্বস্থলী ১নং আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড সীতানাথ বসাক, আঞ্চলিক কমিটির সদস্য কমরেড সোমনাথ মোদক। কৃষক সভা ও এরিয়া কমিটির সদস্য কমরেড সাহাদুল খান। প্রধান বক্তা এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুব্রত ভাওয়াল।
আজ দাঁইহাটা শহরে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমতির সদস্য সংগ্রহ চলছে।
মেমোরি ১ পশ্চিম, তাতারপুর গ্রামে প্রতিবাদ সভা ও সাইকেল মিছিল করা হয়।
সংবাদদাতা কল্পনা গুপ্ত -আজ সকালে বর্ধমান শহরের ১৮ নং ওয়ার্ডের ওলাইচণ্ডীতলা থেকে ভাতছালা রোড ধরে ভারতলক্ষ্মী রাইসমিল পর্যন্ত হয়ে বাঁশতলা বাঁকারমাঠ পর্যন্ত স্যানিটাইজেশন কর্মসূচি পালিত হয়। গতকাল১০ সেপ্টেম্বর সন্ধ্যায় বর্ধমান শহর-২ এরিয়ার বড়বাজার মোড়ে অস্বাভাবিক দ্রব্যমূল্যের বিরুদ্ধে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সুদীপ্ত গুপ্ত, প্রলয় আইচ, দীপঙ্কর দে ও তরুন রায়।
২০০৩-এ আজকের দিনে সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে গ্ৰাম সংলগ্ন রাস্তায়,ধানের জমিতে কুপিয়ে খুন করে কেতুগ্ৰাম ২ এলাকার সি.পি.আই.(এম) নেতা শহিদ কমরেড গোর্বদ্ধন ঘোষকে।আজ সকালে কল্যাণপুর মোড়ে করোনা পরিস্থিতিতে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে কমরেডগণ ও তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১৭ তম শহিদ দিবসে কমরেড গোর্বদ্ধন ঘোষের স্মৃতি-বেদী ও প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও নীরবতা পালন করা হয়।