দেশ বিদেশ

বাংলাদেশের মেঘনা নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পরল একটি বিরল শ্রেণীর ‘ পাখি মাছ’ ::——


রত্না দাস: চিন্তন নিউজ:২৮শে জুলাই:– আশ্চর্য ঘটনা, মেঘনা বাংলাদেশের একটি প্রধানতম নদী সম্প্রতি সেই নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একটি অতি বিরল শ্রেণীর বিশালাকায় সামুদ্রিক মাছ। মাছটির বৈশিষ্ট্য হল তার দু’টি বিশাল পাখনা আছে। মাছটির ওজন২২কেজি ও লম্বায় ৭ফুট। বাংলাদেশ এক মাঝির জালে ধরা পড়ে এই ‘পাখি মাছ’ বা ‘সেইল ফিশ’। মাছটি বাজারে বিক্রি হয় বাংলাদেশি মুদ্রা ৭৭০০টাকায়। এদিকে বাংলাদেশে কমলনগরের মৎস্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন এই ধরণের বিরল শ্রেণীর ‘সেইল ফিশ’ বা ‘পাখি মাছ’ মেঘনা নদীর আশেপাশে অঞ্চলের মানুষজন কেউ কখনো দেখেনি।

এই মাছটির বৈজ্ঞানিক নাম হল ‘ ইস্টিওফোরাস প্লাটিপ্টারাস ‘। মাছটির নাম ‘সেইল ফিশ’ হওয়ার কারণ এর নৌকার পাল এর মত বিশাল দুটি পাখনা আছে। নৌকার পালের সাথে এই মাছের পাখনার সাদৃশ্য থাকায় এই নামকরণ। এই ‘সেইল ফিশটি’ নাকি সমুদ্রে বসবাসকারী অন্যতম দ্রুততম প্রাণীদের মধ্যে একটি। সমুদ্রের জলে এই মাছটি ঘন্টায়১১০ কিলোমিটার বেগে ছুটতে পারে আবার শিকারের কাছে এসে রং বদলও করতে পারে।

মেঘনার মৎস্যজীবীদের কাছে এই মাছের পাখনাগুলি পাখির ডানার মতো লেগেছিল। তাই তারা এই মাছটির নাম দিয়েছে ‘পাখি মাছ’। তবে এই মাছটি সমুদ্র থেকে নদীতে এলো কিভাবে? বাংলাদেশ মৎস্য দপ্তরের প্রধান বৈজ্ঞানিক এর ধারণা মাছটি পথ ভুলে নদীতে ঢুকে পড়েছে। তবে মাছের এই ভুলের জন্যই ঐ মাঝির লক্ষ্মী প্রাপ্তি ঘটেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।