বিদেশ

সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ তুর্কিতে


  1. নিউজডেস্ক, চিন্তন নিউজ, ৫ এপ্রিল: তুর্কিতে ঘটে গেল এক অগণতান্ত্রিক কর্মকাণ্ড। সে দেশের সরকার বামপন্থী সাংবাদিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। খবরে প্রকাশ মর্নিং স্টার সরকারের সমালোচনা করে খবর করে সদ্য নির্বাচন হওয়া দেশে। এই সংবাদপত্রের মাধ্যমে প্রচারিত হয় মানুষের দাবী দাওয়া সহ সরকারি নীতি প্রণয়নের ব্যর্থতা, সমস্ত বিষয়টি সংবাদপত্রে উল্লেখ করেছিল। সংবাদপত্রটি বেশ জনপ্রিয়তা লাভ করে সংবাদপত্রের খবরের ভিত্তিতে। কোন কোন নীতি প্রণয়ন করতে পারেনি সেটি সুস্পষ্টভাবে তুলে ধরে সংবাদপত্রের খবরের জেরে বিভিন্ন অঞ্চলে সরকারবিরোধী আন্দোলন গড়ে ওঠে. সংবাদপত্রটির নাম মর্নিং স্টার, এডিটর স্টিভ সেনিকে সরকার অবিলম্বে নির্দেশ দিয়েছে দেশ ছাড়ার। স্টিভ বলেন সরকার যেসব নীতি প্রণয়ন করতে পারেনি সেটি প্রকাশ করাই যে কোন সংবাদপত্রের ধর্ম। সরকারি নীতির ত্রুটি তুলে দেওয়ার কাজটি করে তিনি তার দায়িত্ব পালন করেছেন। নির্বাসনের খবর প্রচারিত হতেই ঝড় বয়ে গেছে এবং আন্তর্জাতিক মহল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। সংবাদপত্রে উঠেছিল যে ভুয়া ভোটার দিয়ে কিভাবে ভোট কে প্রভাবিত করছে সরকার পক্ষের লোক, সংবাদপত্রের মধ্যে উঠে এসেছিল সেনাবাহিনীর অতি সক্রিয়তা শাসক দলের পক্ষে সদ্য নির্বাচন হওয়া তুর্কিতে। সংবাদ পত্রের উপর এই আক্রমনের প্রতিবাদে পথে নেমেছেন সাধারন মানুষ। তুর্কির বামপন্থী দলের পক্ষ থেকে অবিলম্বে সরকারকে এই নীতি বদলের দাবি জানিয়েছে এবং সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মানের দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।