বিজ্ঞান ও প্রযুক্তি বিদেশ

নিউজিল্যান্ডের সমুদ্র সৈকতে মিলল এক অদ্ভুত কঙ্কাল


সঞ্জিতা সঞ্জু, চিন্তন নিউজ, ১৬ মে: সমুদ্র সৈকতে এ কার কঙ্কাল!!! নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি সমুদ্র সৈকতে এক আজব প্রাণীর দেহাবশেষকে ঘিরে এই মুহূর্তে শুরু তুমুল শোরগোল। এরূপ অদ্ভুত দর্শন প্রাণী বা দেহাবশেষ আজ পর্যন্ত অঞ্চলের কারো নজরে আসেনি। দুই পা, ডানা, ধারালো দাঁত ও লেজ বিশিষ্ট এই প্রাণীটির সাথে কোনো প্রাণীর মিল খুঁজে পাচ্ছেন না স্থানীয় মানুষজন। তাই তারা কঙ্কালটি কে ভিন গ্ৰহের বলে অনুমান করছেন। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘ওট্যাগো ডেলি টাইমস্’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সৈকতের নিকটবর্তী ক্রাইস্ট চার্চের বাসিন্দা, হানা মেরি প্রথম নেটে এই প্রাণীটির ছবি আপলোড করেন। তাঁর বক্তব্য অনুসারে প্রথম দর্শনেই তিনি এটিকে ভিন গ্রহের প্রাণীই মনে করেন। ‘নিউজিল্যান্ড হেরাল্ড’- কে এক সাক্ষাতকারে তিনি জানান, তারা এই দেহাবশেষ টি একটি প্রাণী দেহ সংরক্ষকের কাছে পাঠান, তিনিও কঙ্কালটি দেখে চমকে ওঠেন। এর থেকে সহজেই অনুমেয় যে প্রাণীটি সম্পূর্ণ নতুন প্রকৃতির।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।