বিদেশ

নতুন দিশা খুব সহজে বিদ্যুৎ উৎপাদনে..


মীরা দাস:চিন্তন নিউজ:১৯শে জানুয়ারি:–থার্মো ইলেকট্রিক স্টোভ জেনারেটর সকলকে অবাক করে দিল লক্ষ্ণৌর বাসিন্দা দশম শ্রেনীর প্রাঞ্জল শ্রী বাস্তব। প্রাঞ্জল পেলো স্ট্যান্ডার্ড ন্যাশানাল ইন্সপায়ার অ্যাওয়ার্ড ।

ফিলিপিন্সের স্টুডেন্ট ইনোভেশন কমপিটিশনের তরফে প্রাঞ্জল প্রথম পুরস্কার ছিনিয়ে এনেছে। এই স্টোভ জেনারেটর থেকে নির্গত তাপ সহজেই বিদ্যুতে পরিনত হবে। প্রাঞ্জল সংবাদ সংস্থাকে জানিয়েছে, এই স্টোভ টি তৈরী হ’তে ৪০০ টাকা ( চারশ ) খরচ হয়েছে আর সময় লেগেছে ছয় মাস।

এটি ” সুপার কেপাসিটর ” দিয়ে তৈরী যন্ত্র ইউ এস বি পোর্টের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গ্রামে ঘনঘন লোডশেডিং হলে এই যন্ত্র দারুন কাজ দেবে। প্রাঞ্জলের জন্য গর্বিত লক্ষ্ণৌর জি ডি গোয়েঙ্কা স্কুলের চেয়ারম্যান সরবেশ গোয়েল।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।