খেলাধূলা

এবার যুবভারতী স্টেডিয়ামে ডার্বির মাঠও হয়ে উঠলো সিএএ বিরোধী মঞ্চ।।


চৈতালী নন্দী: চিন্তন নিউজ:১৯শে জানুয়ারি:–গোটা দেশজুড়ে সিএএ বা নতুন নাগরিকত্ব আইন নিয়ে চলছে প্রতিবাদের ঢেউ।প্রতিদিন বিভিন্ন জায়গায় নতুন করে শুরু হচ্ছে আন্দোলন।একে প্রতিহত করার জন‍্যে চলছে নানা ধরনের দমন পীড়ন।এই প্রতিবাদ আন্দোলনের অগ্রভাগে রয়েছে দেশের ছাত্র সম্প্রদায়।কিন্তু তাদের পিছনে দাঁডিয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ।এবার খেলার মাঠও হয়ে উঠলো সিএএ প্রতিবাদের মঞ্চ।

এবার লিগের খেলায় পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল ছিল কিছু টা ব‍্যাকফুটে। সমর্থকের সংখ্যা ও ছিল তুলনামূলক ভাবে কম।কিন্তু তাতেও প্রতিবাদের দৃপ্ত স্লোগানে মুখরিত হয়ে উঠলো খেলার মাঠ। ব‍্যানারে ,স্লোগানে ,পোস্টারে এ যেন এক পুরোপুরি আলাদা এক মঞ্চ।একটি ব‍্যানারে দেখা গেল ‘পলাশীর প্রান্তরে সূর্যাস্তের পর চোখে চোখ রেখে লড়াই শিখিয়েছি আমরাই’। আবার কোথাও দেখা গেছে’রক্ত দিয়ে কেনা মাটি ,কাগজ নয়’। কোনো রাজনৈতিক ইস‍্যুকে ঘিরে মাঠে এরকম ঘটনা এককথায় নজিরবিহীন।

সম্প্রতি ভারতের নাগরিকত্ব আইন (সিএএ)কে ঘিরে উত্তাল দেশ।ছড়িয়ে পড়ছে উত্তেজনা।কোনো একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে যাচ্ছে এই আইন, যা দৃশ‍্যতই বিভেদমূলক, বৈষম‍্যমূলক।সমগ্র দেশে ছড়িয়ে পড়া বিদ্রোহে আঁচ এবার লাগলো ক্রীড়া ক্ষেত্রেও।যুবভারতীর ডার্বিও সেকথা মনে করিয়ে দিলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।