দেশ বিদেশ

বিজেপির দমন নীতির শিকার প্রতিবেশী দেশ মালয়েশিয়া


মল্লিকা গাঙ্গুলি: চিন্তন নিউজ:২০শে জানুয়ারি:–ভারতের সর্বত্র এন আর সি, সি এ এ বিরোধী আন্দোলন যখন প্রবল আকার ধারণ করেছে, কেন্দ্র সরকার মরিয়া হয়ে উঠেছে তাদের নাগরিক বিল কে আইনে পরিণত করতে, এমনকি বিজেপির সি এ এ এর বিপক্ষে মত প্রকাশ করলে বিদেশি দেশকেও তাদের দমন পীড়ন থেকে রেহাই দেওয়া হচ্ছে না, যার প্রকৃষ্ট প্রমাণ সম্প্রতি মালয়েশিয়ার উপর বানিজ্যিক চাপ!

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মুখ খোলায় সে দেশ থেকে ভারত পাম তেল আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ছোট্ট দেশ মালয়েশিয়ার বিশেষ অর্থকরী বানিজ্য হ’ল ভোজ্য পাম তেল রপ্তানি। আর তাদের বিশ্ববাজারে পাম তেল রপ্তানি করার বৃহত্তর বাজার হলো ভারত। কিন্তু সম্প্রতি ভারত সরকার মালয়েশিয়া থেকে আর কোনো পাম তেল আমদানি করবে না বলে জানিয়ে দিয়েছে। ভারতের তেল ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ঐ দেশ থেকে পাম তেল আমদানি করা না করে! এই নির্দেশ পাওয়া মাত্র ভারতীয় তেল ব্যবসায়ী রা কুয়ালালামপুর থেকে ভোজ্য পাম তেল আমদানি বন্ধ করেও দিয়েছে।

ভারতের এই তেল আমদানি বন্ধের ঘোষণার পর মালয়েশিয়ার মন্ত্রী মাহাথির তাঁর প্রতিক্রিয়া হিসেবে বলেন, ভারতের এই অর্থনৈতিক চাপের বিরুদ্ধে প্রতিশোধ মূলক পদক্ষেপ নেওয়ার জন্য তার দেশ খুব ছোট! তাদের ক্ষমতা খুব সীমিত তাই তারা ভারত সরকারের তেল বয়কটের উপযুক্ত জবাব দেওয়ার কথা ভাবে না। তবে ভারত যত শক্তিশালী যত বৃহৎ দেশই হোক তারা যে অনৈতিক মুসলমান বিরোধী আইন চালু করতে বদ্ধপরিকর মালয়েশিয়া সেই নাগরিক আইনের বিরুদ্ধে।

ভারতের তেল বয়কটে মালয়েশিয়ার যে আর্থিক ক্ষতি হবে তা পূরণ করার জন্য তাদের ভিন্ন পথ ও ভিন্ন পন্থা খুঁজতে হবে এটা ঠিক। তথাপি মালয়েশিয়া ভারতের কাছে নত ও হবে না এবং ভারত সরকারের ত্রুটি পূর্ণ নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে ও পিছপা হবে না!

মালয়েশিয়ায় মত একটি ছোট রাষ্ট্র ভারতের এন আর সি এবং সি এ এ এর বিরোধিতা একদিকে যেমন দেশটির দৃঢ় মনোভাবের প্রকাশ, অপর দিকে তেমনি বিজেপির জনবিরোধী নীতির বিরোধীতা কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এটা প্রমাণ করে। বলা যায় ভারত সরকারের নাগরিকত্ব আইন যে অনৈতিক অগণতান্ত্রিক তা বলার অপেক্ষা রাখে না বলেই এর প্রতিবাদ দেশ ছাড়িয়ে দেশের বাইরে প্রভাব বিস্তার করেছে। এখন দেখার বিষয়, কেন্দ্রের বিজেপি সরকার কি ভাবে ঘরে বাইরে চাপ মোকাবিলা করে এন আর সি, সি এ এ ইত্যাদি আইন পাশ করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।