খেলাধূলা দেশ

ক্রিকেট টেস্টে “গোলাপি বিপ্লব”


সুপর্ণা রায়:চিন্তন নিউজ:২৩শে নভেম্বর:–হারিয়ে যাওয়ার আতঙ্কেই টেস্টে “গোলাপি বিপ্লব” সীমিত ওভারের খেলা চালু হওয়ার আগে ক্রিকেট দুনিয়ায় রাজত্ব করত টেষ্ট ম্যাচ।। সেই উন্মাদনা আজ আর নেই।। গ্যালারিতে নেই দর্শককুল।। আভিজাত্য ও কৌলিন্যের মোড়কে ঢেকে থাকা টেষ্ট ক্রিকেট আজ ঘোর অস্তিত্ব সঙ্কটে ভুগছে।। টিটোয়েন্টির রমরমা যত বেড়েছে তত ক্ষীণ হয়েছে পাঁচ দিনের ক্রিকেট এর আয়ুষ্কাল।। টেষ্ট ক্রিকেটর জনপ্রিয়তা ধরে রাখতে কিছুটা ধরে রাখতে পেরেছে ইংল্যান্ড কিন্তু অন্যান্য দেশের টেষ্ট ক্রিকেট এর জনপ্রিয়তা পড়তির দিকে। দেখা যাচ্ছে বড়বড় দেশগুলোর ক্রিকেট ম্যাচ দর্শক টানতে পারে নি। জনপ্রিয়তা ফিরিয়ে আনতে অভিনব সব উদ্যোগ নিয়েছে আইসিসি।।চালু হয়েছে দিনরাত এর টেষ্ট।ধপধপে সাদা জার্সি তে লেখা খেলোয়াড় দের নাম ও নম্বর।। আগমন ঘটেছে গোলাপী বলের। খেলা হবে ফ্লাডলাইটের আলোয়।।রাত ও দিনের আলোয় খেলা দেখার সুবিধার্থে তৈরি করা হয়েছে গোলাপী বলের।।কারন লালবল রাতে খেলার ক্ষেত্রে অসুবিধা হয় কারণ ফ্লাডলাইট এর পিচের রঙের সাথে লাল রং এর বল অনেক টাই এক হয়ে যাবে।। আবার সাদা রঙের বল নোংরা হবে তাড়াতাড়ি।। তাই সাফল্য পেলেও পাঁচ দিনের খেলায় গ্রহনযোগ্যতা নেই।। তাই সবদিক বিচার করে দিনরাতের টেষ্ট এর জন্য গোলাপী বল কেই বেছে নিয়েছে ক্রিকেট গবেষক রা। প্রাক্তন অজি ক্রিকেটার কিথ ব্রাডশোয়ের মস্তিষ্ক প্রসুত গোলাপী কুরবুরাকেই এখন টেষ্টের ভবিষ্যত হিসেবে দেখা হচ্ছে যাতে ক্রিকেট প্রেমী রা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পর সাদা জার্সির খেলা উপভোগ করতে পারেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত এমসিসির প্রধান থাকাকালীন টেষ্ট এর ট্রাডিশন কে ভাঙার প্রয়াস তিনি ই করেছিলেন।যা এখন আস্তে আস্তে দিনের আলো দেখছে।।২০১৫ সালে আ্যডিলেট ওভালে প্রথম অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল দিনরাতের টেষ্টের পথ চলা শুরু।।তারপর বিশ্বের বিভিন্ন প্রান্তে মোট এগারো টি দিনরাতের টেষ্ট হয়েছে।। কিন্তু ভারতের মাটিতে কোনদিন অনুষ্ঠিত হয়নি গোলাপী বলের টেষ্ট। সৌরভ গাঙ্গুলী র উদ্যোগ এ ইডেন এ রচিত হলো ঐতিহাসিক মুহূর্ত।। দিনরাতের টেষ্ট অভিযান এ পা মেলাল ভারতবর্ষ। প্রতিপক্ষ বাংলাদেশ।। ইডেন টেষ্ট নিয়ে আবেগ উন্মাদনা বেশ চড়া। ক্রিকেট জগৎএ টেষ্ট হল আভিজাত্যে মোড়া ধ্রুপদী বিনোদন।।আর টিটোয়েন্টি হল আভিজাত্য বিসর্জন দেয়া সস্তা দরের বিনোদন।।ওয়ানডে হল আভিজাত্যের মোড়ক এ উন্মুক্ত বিনোদন। ক্রিকেট নামক বিনোদন এর বাহারি দোকান এ তিনটি ব্যান্ড ই সহজলভ্য। যে যেমন চাইছেন তাঁর সে ধরনের প্রাপ্তি ঘটছে।। শুধু নিজের পছন্দ বেছে নিতে হবে।।এর জন্য মাঠ এ যাওয়ার প্রয়োজন পড়ছে না।। টেলিভিশন বা মোবাইল এ দেখার সুযোগ সুবিধা আছে।। স্যাটেলাইট এর জন্য আপনার আকাশ উন্মুক্ত।। আধুনিক তথ্য প্রযুক্তি গোটা পৃথিবী কে ক্ষুদ্র বানিয়ে দিয়েছে।। ক্রিকেট গ্রহ টাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে এসেছে।। তারপর ও কিছু মানুষের চিৎকার গেল গেল করে। ক্রিকেট এর পরিশুদ্ধ রূপ চলে গেল।। টেষ্ট ক্রিকেট মরে গেল।। ওটাকে বাঁচাতে হবে।অত এব রাতের ক্রিকেট ছাড়া উপায় নেই।।আর সেই দাবি মেনে শুরু হয়েছে দিন রাতের টেষ্ট।।সুফল মিলছে।। এখন পর্যন্ত গোলাপী বলের টেষ্ট হয়েছে এগারো টি ।। সবকটির নিষ্পত্তি হয়েছে।।। কোন ড্র নেই।। নতুন ধরনের স্বাদ পেতে প্রতিটি মাঠেই ভীড় হয়েছে প্রচুর।। তাহলে কি দিনরাতের ক্রিকেট ই টেষ্ট ক্রিকেট এর ভবিষ্যত?? উত্তর দেবে সময়।। তবে সময় বদলায়, পৃথিবী বদলায়।। বিবর্তন এর মধ্যে দিয়েই ক্রিকেট দুনিয়ার ও এগিয়ে চলছে।। ধুঁকতে ধুঁকতে হলেও ক্রিকেট আজ ও দিব্যি আছে।। টেষ্ট ক্রিকেট ঝিমিয়ে পড়েছে এটা ভ্রম।।। হয়তো নস্টালজিয়া।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।