রাজ্য

মানুষের জীবন জীবিকা ও দেশ বাঁচানোর দাবিতে বামেদের লংমার্চ।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:২৩শে নভেম্বর:–মানুষের জীবন জীবিকা ও দেশ বাঁচানোর দাবীতে বামপন্থীদের ডাকে লংমার্চ।।
মানুষের রুটি রুজি,শিক্ষা, বাসস্থান ও দেশ বাঁচানোর দাবিতে আগামী ৩০শে নভেম্বর শুরু হতে চলেছে চিত্তরঞ্জন থেকে রাজভবন লংমার্চ।এই লংমার্চে অংশ নেবেন খেটে খাওয়া সাধারণ মানুষ ,শ্রমিক ,কর্মচারী, ছাত্রযুবরা।এর ঠিক একবছর আগেই ফসলের ন‍্যুনতম দামের দাবিতে হয়ে গিয়েছে সিঙ্গুর থেকে রাজভবন লংমার্চ।এবারের এই লংমার্চের সঙ্গে সঙ্গেই চলবে উত্তর বঙ্গের আলিপুরদুয়ার ,কোচবিহার ,জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক,মালদহ,উত্তর ও দক্ষিণ দিনাজপুর হয়ে শিলিগুড়ি মোট ৫২০ কিমি লংমার্চ।এছাড়াও বিভিন্ন শিল্পাঞ্চল থেকে পথে নামবেন অসংখ্য সাধারণ  খেটে খাওয়া মানুষ।এবারের এই লংমার্চে একটানা ১২ দিন পথ হাঁটবেন মানুষ।এই লংমার্চের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী ফেডারেশন গুলি।
এই লড়াই শুধুমাত্র সাধারণ মানুষের নয় এই লড়াই নতুন সমাজ গঠনের লড়াইও।সেই কারনেই এতে যোগ দেবে সমাজের সর্বস্তরের মানুষ।যদিও এই আন্দোলনের খবর ‘বিক্রীত’সংবাদমাধ্যম গুলো র কাছে পাওয়া যাবেনা।যেমন নাসিক থেকে মহারাষ্ট্রের নজিরবিহীন লংমার্চ যা বামপন্থী দের দ্বারা সংগঠিত হয়েছিল তা,শেষপর্যন্ত অস্বীকার করতে পারেনি এইসব ‘পেড’সংবাদ মাধ‍্যমগুলো।
একদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি যা একের পর এক সমস্ত লাভজনক সরকারি সংস্থা গুলো কে জলের দামে দেশী বিদেশি লগ্নিকারিদের বিক্রি করে দিচ্ছে ,অন‍্যদিকে ধর্ম,জাতি ভাষা নিয়ে মানুষের মধ‍্যে বিভেদ সৃষ্টি করছে যা দেশের মধ‍্যেই দেশের মানুষ কে বিদেশি বানাবার এক গভীর ষড়যন্ত্র।এন আর সি নামক বিভেদমূলক এক জুজু দেখিয়ে দেশের মানুষ কে আতঙ্কিত রাখার এ এক বিপজ্জনক প্রচেষ্টা,যা শেষপর্যন্ত এক রক্তক্ষয়ী অবস্থার মধ‍্যে ঠেলে দিচ্ছে দেশের সাধারণ মানুষ কে।বাঙলা ও বাঙালি দের অবস্থা সবচেয়ে শোচনীয়।কারন কাঁটাতারের ক্ষত বাঙলার মানুষের মনে এখনও দগদগে।
অন‍্যদিকে আছে রাজ‍্যসরকার,কেন্দ্রের সঙ্গে সম্পূর্ণ বোঝাপড়ায় এরাজ‍্যেও বন্ধ হচ্ছে কেন্দ্রীয় পরিচালনাধীন কোম্পানি গুলো।এছাড়া এরাজ‍্যের জেসপ,হিন্দমোটর, ডানলপ নামক বড় কোম্পানি গুলো কে বর্তমান রাজ‍্যসরকারের খুলতে উৎসাহের অভাব।৯০%তৈরী হয়ে যাওয়া টাটার ন‍্যানো  কারখানা তারা নিজে হাতে নষ্ট করেছে।কর্মসংস্থান নেই, সর্বত্রই কর্মীসঙ্কোচন।প্রতিদিন বেকার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ।মানুষের হাতে টাকা নেই ,পেটে ভাত নেই।কৃষক ফসলের ন‍্যায‍্যমুল‍্য পায়না।চা শিল্প মৃতপ্রায়, একই অবস্থা শ্রমিক দেরও।শুধুমাত্র পেটের টান নয় ,শিক্ষা ব‍্যাবস্থা কে ধনিক শ্রেণীর কুক্ষিগত করার প্রয়াস সর্বত্র চলছে,জলজ্যান্ত উদাহরন জেএনইউ।অচল ন‍্যুনতম স্বাস্থ্য ব‍্যাবস্থা ও।নামে সুপারস্পেশালিটি হসপিটালে হয় পশু চিকিৎসা।বিনি পয়সায় চিকিৎসার নামে চলে ব‍্যাবসা।এইভাবে স্বাস্থ্য ও শিক্ষা বেসরকারী করনের ষড়যন্ত্র, যা শেষপর্যন্ত চলে যাবে রাজ‍্যের মানুষের নাগালের বাইরে।অন‍্যদিকে কাটমানি আর তোলাবাজি ই এ রাজ‍্যের একমাত্র শিল্প।
দেশের এই অরাজক অবস্থা থেকে মুক্তির দাবিতে পা মেলাবেন জাতি ,ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষ..,….জনসাধারন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।