রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

এবিটিএ র প্রকাশিত মাধ্যমিক টেস্টপেপার যথাসময়ে ছাত্রছাত্রীদের হাতে


মিতা দত্ত: চিন্তন নিউজ:৯ই মার্চ:— প্রত্যেক বছরের মতো এবারও এবিটিএ র প্রকাশিত মাধ্যমিক টেস্টপেপার যথাসময়ে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছোনো গেছে।

শতাব্দী প্রাচীন সংগঠন এবিটিএ মনে করে, শিক্ষকতা পেশা নয় – ব্রত। তাই ছাত্রসমাজের কাছে এই সংগঠন দায়বদ্ধ। এই দায়ভার থেকেই এই সংগঠন শিক্ষার্থীদের পাশে নানাভাবে থাকে। তার মধ্যে অন্যতম পরীক্ষার আগে যাতে শিক্ষার্থীরা অনুশীলনের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে , তাই তাদের টেস্ট পেপার সরবরাহ করা । এইবার এই কাজটি খুব সহজ ছিল না । কিন্তু , অসম্ভবও ছিলো না । এই কাজটি এবিটিএ সম্ভব করেছে যথাসময়ে।

এই প্রসঙ্গে একটি বিষয় না বললেই নয় , মুর্শিদাবাদ জেলার বলরামপুর উচ্চবিদ্যালয়ে এই টেস্ট পেপার ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে দিয়েছেন স্বর্গীয় নারায়ণ চন্দ্র দত্তর স্মৃতির উদ্দেশ্যে তাঁর পরিবার । একজন শিক্ষানুরাগী মানুষ বেঁচে থাকবেন শিক্ষার্থীদের মধ্যে ।

এই উদ্যোগ অনেক মানুষের বা অনেক সংস্থার কাছেই উদাহরণ স্বরূপ হয়ে উঠবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।