জেলা

নেতাজির১২৫ বর্ষ উদযাপন কমিটির উদ্যোগে জলপাইগুড়ি জেলা বইমেলা।


দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:৯ই মার্চ:– আজ ৯ মার্চ থেকে ১৫ ই মার্চ পর্যন্ত জলপাইগুড়ি রবীন্দ্র ভবন প্রাঙ্গণে শুরু হচ্ছে জলপাইগুড়ি জেলা বইমেলা। মেলা খোলা থাকবে দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

মেলার যুগ্ম আহ্বায়ক চয়ন অধিকারী ও গৌতম গুহ রায় জানালেন নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে জলপাইগুড়ি রবীন্দ্র ভবন প্রাঙ্গণ – আজাদ হিন্দ প্রাঙ্গণ নামকরণ করে শুরু হচ্ছে জলপাইগুড়ি জেলা বইমেলা।

সমস্ত বইপ্রেমী মানুষের কাছে আবেদন বই কিনুন বই পড়ুন বই উপহার দিন। আজ বেলা তিনটায় নেতাজি মূর্তির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার পথ চলা শুরু হলো , প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্য গবেষক  বিমলেন্দু মজুমদার, সমাজকর্মী শ্রী দেবপ্রসাদ রায়, অরিন্দম চক্রবর্তী।

নেতাজির১২৫ বর্ষ উদযাপন কমিটির অন্যতম উদ্যোক্তা এবং মেলা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক শ্রী গোবিন্দ রায় আবেদন করেন, নেতাজির আদর্শ দেশপ্রেমকে সামনে রেখে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বসে আঁকো প্রতিযোগিতা। আগামী সাতদিন জলপাইগুড়ি জেলা বইমেলা জলপাইগুড়িবাসির  মিলন মেলার রুপ নিক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।