রাজ্য

নোবেল করোনা ভাইরাসের বিরূদ্ধে লড়াইকে সফল করতে হলে চায় বিজ্ঞান চেতনার সাথে দুঃস্থ মানুষের পাশে থাকা।


কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:১৬ই এপ্রিল:-বিবর্তনের ধারায় এই পৃথিবীর বুকে হোমো অর্থাৎ মানুষের প্রথম রূপ দেখা যায় আজ থেকে ২৫ লক্ষ বছর পূর্বে। সভ্য মানুষের আবির্ভাব হয় প্রায় ২ লক্ষ বছর পূর্বে,প্রথমে পূর্ব আফ্রিকায় ।নিজেদের শ্রেষ্ঠত্ব ও পার্থক্য প্রমাণ করার জন্য মানুষকে বিভিন্ন প্রতিকূলতার বিরূদ্ধে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে ।প্রকৃতির মধ্যে নিজেদের অস্তিত্ব সুরক্ষা করার প্রক্রিয়ায় বিভিন্ন ঘটনার অভ্যন্তরে কারনগুলি খোঁজার মধ্য দিয়ে বিজ্ঞানের আবির্ভাব ।

এই বিজ্ঞানকে হাতিয়ার করে অচেনা,অজানা পথ ধরেই মানব সভ্যতা ধারাবাহিক ভাবেই অগ্রসর হয়েছে এবং কলেরা, যক্ষ্মা, প্লেগ, ম্যালেরিয়া ও ফ্লুর মতো ভয়ংকর সংক্রামক ব্যাধির বিরুদ্ধে বিজ্ঞানকে হাতিয়ার করে মানুষের সমবেত লড়াই সাফল্য এনে দিয়েছে ।প্রতিকূলতাকে অতিক্রম করা মানব সভ্যতার ইতিহাস । নোবেল করোনা ভাইরাসের বিরূদ্ধে মানুষের লড়াইকে নিশ্চিত সফল করতে হলে চাই বিজ্ঞান চেতনা,একতা,আত্মাবিশ্বাস ও দৃঢ়তা ।এই চেতনা জাগরণের নিরলস প্রচেষ্টার পাশাপাশি করোনা থেকে বাঁচতে তালাবন্দী পর্বে কর্মহীন গরিব মানুষগুলোর কথা মনে রেখে প্রতিদিন প্রতিনিয়ত সি পি আই (এম) সোনারপুর উত্তর এরিয়া কমিটির পার্টি কর্মীরা সামনাসামনি লড়াই চালিয়ে যাচ্ছেন । যার পুরোভাগে থাকছেন এরিয়া কমিটির সম্পাদক নিজেই ।এই লড়াইয়ের ক্ষুদ্র প্রয়াস হিসেবে অদ্য ১৫ই এপ্রিল ২০২০ এরিয়া কমিটির অন্তর্গত সবুজসঙ্ঘ এলাকায় প্রায় ২৫০টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও স্যানিটেশন ।

এলাকার শ্রমিক নেতা বিভুভূষণ চন্দ ও পূর্ণবিকাশ গুহ,জেলা ছাত্র নেতা সন্তু পাত্র,মহিলা সমিতির জেলা নেত্রী রঞ্জু চক্রবর্তী এই কর্মসূচিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন ।পার্টির এরিয়া কমিটির সম্পাদক অপুর্ব কুমার মণ্ডল উপস্থিত থেকে কর্মসূচিটি পরিচালনা ও সুচারুভাবে সম্পন্ন করেন ।তিনি কর্মীদের অনুপ্রানিত করেন এবং প্রয়োজনে ভবিষ্যতে প্রান্তিক মানুষগুলোর পাশে থাকার আশ্বাস দেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।