কল্পনা গুপ্ত : চিন্তন নিউজ: ২১ শে ডিসেম্বর – গত জুন মাসে করোনা বধের ওষুধ হিসাবে করোনিলকে তুলে ধরেছিলেন রামদেবের সংস্থা। বলা হয়েছিলো এই ওষুধ প্রয়োগে করোনা ভাইরাস ধ্বংস হবে ১০০ শতাংশ। তখন এই বিষয়টি নিয়ে বিতর্ক উপস্থিত হয়। ওষুধটির পরীক্ষা নিরীক্ষা করার কথা তোলে আয়ুশ মন্ত্রকের পক্ষ থেকে এবং যতদিন না সঠিক সিদ্ধান্ত জানা যাবে ততদিন এর প্রচার ও বিজ্ঞাপন বন্ধ থাকবে। এরপরে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জানা গেলো একে করোনা বধের ওষুধ হিসাবে বলা যাবে না। রোগ প্রতিরোধক ওষুধ হিসেবে বিক্রি করা যেতে পারে।
কিন্তু নিজ দেশে এতকিছুর পরেও রামদেবের সংস্থা ব্রিটেনের চিকিৎসা সংক্রান্ত সর্বোচ্চ সংস্থা কোন ছাড়পত্র ছাড়াই বাজারে ‘ করোনিল কিট’ আত্মপ্রকাশ করলো। ব্রিটেনের সংবাদ মাধ্যম বিবিসি (BBC) তে প্রকাশিত খবরানুযায়ী ব্রিটিশ মেডিসিনস এন্ড হেল্থ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (British Medicines And Healthcare Products Regulatory Agency) র ছাড়পত্র ছাড়াই ওষুধের দোকানে বিক্রি হচ্ছে করোনিল। করোনা রোগের প্রতিরোধক হিসেবে বিক্রি হলেও তা নিয়ম বিরুদ্ধ। তাই ফের বিদেশেও বিতর্কের মুখে রামদেবের করোনিল। ইতিমধ্যে করোনিল বিক্রি করে এখনও পর্যন্ত ২৫০ কোটি টাকার ব্যবসা করেছে রামদেবের সংস্থা, সংস্থার পক্ষ থেকে জানানো হয়।