দেশ

মহার্ঘ্য হচ্ছে ,গাড়ি ,বাইকের ইন্সিওরেন্স প্রিমিয়াম!!


চিন্তন নিউজ: নিউজ ডেস্ক:৭ইজুন,২০১৯:– গাড়ি ব্যবহারকারীদের জন্যে খারাপ খবর। এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে চার চাকা এবং দু’চাকার থার্ড পার্টি বিমার প্রিমিয়ামের খরচ। বিমা নিয়ামক সংস্থা ইনসিওরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আইআরডিএআইয়ের তরফে ইতিমধ্যে দাম বৃদ্ধি নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, থার্ড পার্টি বিমার প্রিমিয়াম ২১ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে। দু’চাকাই হোক বা চার চাকা, যে কোনও গাড়ির ক্ষেত্রেই থার্ড পার্টি বিমা বাধ্যতামূলক। এই অবস্থায় এভাবে এক ধাক্কায় অনেকটাই দাম বৃদ্ধি হওয়াতে মাথায় হাত গাড়ি ব্যবহারকারীদের।
নিয়ম অনুযায়ী সাধারনত প্রতি বছরই থার্ড পার্টি মোটর বিমার প্রিমিয়ামে বদলা আনা হয়। ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। কিন্তু এবার জুন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে আইআরডিএআই। ২০১৯-২০ অর্থবর্ষের জন্য নতুন প্রিমিয়াম ১৬ জুন থেকে কার্যকর হচ্ছে।

এক নির্দেশিকায় আইআরডিএআই জানিয়েছে, ১০০০ সিসির কম ইঞ্জিন ক্ষমতাযুক্ত ছোট গাড়ির ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ ১২ শতাংশ বাড়িয়ে ২,০৭২ টাকা করা হচ্ছে। অন্যদিকে, ১,০০০ সিসি থেকে ১,৫০০ সিসি ইঞ্জিন ক্ষমতার গাড়ির ক্ষেত্রে বিমার প্রিমিয়ামের পরিমাণ ১২.৫ শতাংশ বাড়িয়ে ৩,২২১ টাকা করা হচ্ছে। ৭৫ সিসির কম ইঞ্জিন ক্ষমতার দু’চাকার ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ আগের ১২.৮৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪৮২ টাকা করা হয়েছে। ৭৫ সিসি থেকে ১৫০ সিসির দু’চাকার ক্ষেত্রে প্রিমিয়াম ৭৫২ টাকা করা হয়েছে। থার্ড পার্টি বিমার প্রিমিয়াম সব থেকে বেশি বেড়েছে ১৫০ সিসি থেকে ৩০০ সিসি ইঞ্জিন ক্ষমতার বাইকের। এ ক্ষেত্রে থার্ড পার্টি বিমার প্রিমিয়াম বর্তমান প্রিমিয়ামের থেকে ২১.১১ শতাংশ বেড়ে ১,১৯৩ টাকা করা হয়েছে। যা এক ধাক্কায় অনেকটাই বলে দাবি গাড়ি এবং বাইকপ্রেমীদের।

শুধু তাই নয়, এভাবে সিদ্ধান্ত নেওয়াতে বিমার বিমা নিয়ামক সংস্থার উপর ক্ষুব্ধ মানুষজন। তাঁদের দাবি, বাইক কিংবা গাড়ি চালানোর খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। যেভাবে জ্বালানির দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তাতে ক্রমশ পকেটে টান পড়ছে। এভাবে যদি বিমার খরচও বাড়িয়ে দেওয়া হয় তাহলে সমস্যা আরও বাড়বে বলে কমবে না বলেই দাবি গাড়ি মালিকদের।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।