জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ: কল্পনা গুপ্ত : ২১ শে ডিসেম্বর – কেন্দ্র সরকারের নয়া কৃষি আইন ও বিদ্যুৎ বিল বাতিলের, দিল্লির রাজপথে আন্দোলনরত ৩১ জন শহীদের মৃত্যু বরণের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল হয় হাটগোবিন্দপুর, খন্ডঘোষ ২ এর শাঁখারি ১ এর পালেমপুরে।

বর্ধমান শহর – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক-প্রস্তুতি : নির্বাচনী প্রচার শুরু। বর্ধমান শহর ১ নং এরিয়া কমিটির অন্তর্গত ১০ নং ওয়ার্ডে দেওয়াল লিখন চলছে।

পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ, পূর্বস্থলী জোনাল কমিটির উদ্যোগে, দূঃস্থ আদিবাসী লোকশিল্পীদের ৭ দফা দাবি নিয়ে এবং দিল্লিতে কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে একটি জাঠা মিছিল করে। মিছিল শুরু হয় জামালপুর থেকে। পরবর্তীতে নাকাদহ, হরিশপুর, খর দত্তপাড়া, হাপানিয়া হয়ে নমাথা শ্রীরামপুরে শেষ হয়। এই মিছিল নেতৃত্ব দেন আদিবাসী লোকশিল্পী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য রহমান শেখ, জেলা কমিটির সহ-সভাপতি সুশান্ত পন্ডিত, উদয় মাহাতো, বিকাশ বাগ সহ বিশিষ্টজনেরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।