কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:১১ই আগষ্ট: বেইরুটে বিষ্ফোরণের ঘটনায় সরকার বিরোধী বিক্ষোভের জেরে প্রতিবাদীদের সমর্থনে দুই জন লেবানীজ মন্ত্রী পদত্যাগ করেন।
আন্তর্জাতিক নেতারা বেইরুট বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পরে ফ্রান্স ও জাতিসংঘের নেতৃত্বে একটি ভার্চুয়াল দাতা সম্মেলনে যোগ দিয়েছিলেন। প্রায় তিরিশ কোটি মার্কিন ডলার মানবিক সহায়তা হিসেবে ঘোষণা করেন। তাঁরা এও প্রতিশ্রুতি দিয়েছিলেন এই অর্থ “সরাসরি লেবাননের জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে”।
রবিবার টানা দু’দিন লেবাননের রাজধানী বেইরুটের রাস্তায় রাস্তায় নেমে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন।
এই পদত্যাগের সিদ্ধান্ত যখন ঘোষণা করা হলো, তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা রক্ষা বাহিনী। নিরাপত্তা রক্ষা বাহিনীর সাথে বিক্ষোভরত জনগণ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
লেবাননের তথ্যমন্ত্রী মনাল আবদেল সামাদ তাঁঁর পদত্যাগের কথা ঘোষণা করে বলেছেন, প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকার জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। এর কিছুক্ষণ পরেই পরিবেশমন্ত্রী দামিয়ানস কত্তরও তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
মঙ্গলবারের বিস্ফোরণে কমপক্ষে একশত আটান্ন জন মারা গিয়েছিলেন এবং ,ছয়হাজার জনেরও বেশি আহত হয়েছিলেন।