বিদেশ

ভেনেজুয়েলার পাশে W.F.T.U


মিতা দত্ত: চিন্তন নিউজ:৬ই জুলাই:– একশ ত্রিশটা দেশের একশ পাঁচ মিলিয়ন শ্রমিক কর্মচারী ইউরোপীয় ইউনিয়নের ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে অভিযোগ করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধভাবে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুঠ করার জন্য সর্বোতভাবে চেষ্টা করে যাচ্ছে। প্রেসিডেন্ট অফ ন্যাশনাল এসেম্বলির প্রধানকে ও আমেরিকার সাম্রাজ্যবাদবিরোধী ব্যক্তিদের আক্রমণের জন্য ইউরোপীয় ইউনিয়ন কৌপ লিডার গোয়েডোকে প্ররোচিত করছে। এর প্রতুত্তরে ভেনেজুয়েলার নির্বাচিত সরকার নিকোলাস মাউডেরো ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে দেশত্যাগ করতে বলেছেন।

এদিকে W.F.T.U ইউরোপীয় ইউনিয়নের এই ভয়ংকর কৌশলকে নিন্দা করেছেন ও এই কাজ থেকে বিরত থাকতে বলেছেন।ভেনেজুয়েলার সাধারণ জনগণ সাম্রাজ্যববাদের পুতুল ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।