রাজ্য

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে কড়া বার্তা কমিশনের


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৬ মে: ১৯শে মে রাজ্যে সপ্তম দফা নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশন এতটুকু গাফিলতি রাখতে চায় না। এমনই ইঙ্গিত পাওয়া গেছে কমিশন সূত্রে।
ষষ্ঠ দফা নির্বাচনে রাজ্যে যে অশান্তির আবহ সৃষ্টি হয়েছিল তাতে নির্বাচন কমিশনের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। তাই বুধবার (১৫/০৫/২০১৯) সকালে নির্বাচনী কমিশনারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের তরফে সপ্তম পর্বের নির্বাচনের বিষয়টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ সংশ্লিষ্ট কর্তাদের বিশদে বুঝিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি এক সম্মেলন ডাকা হয়। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্বাচন সংক্রান্ত অন্য কর্মসূচী বাতিল করে দেওয়া হয়। ভিডিও সম্মেলনের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার নেতৃত্বে ফুল বেঞ্চ এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। ভোটের দিন রাজ্যে কোনোরকম অশান্তি তৈরি হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।
এখন দ্রষ্টব্য এটাই যে সাধারণ মানুষের ভরসার জায়গাটা কমিশন কতটা বজায় রাখতে পারে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।