রাজ্য

পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ নানুর ব্লক কমিটির সম্মেলন


রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৭ই মার্চ:–আজ বীরভূমের নানুরে পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ নানুর ব্লক কমিটির সম্মেলন হলো নানুরে। সম্মেলনে উদ্বোধন করলেন সংগঠনের রাজ্য সহ সভানেত্রী মালিনী ভটাচার্য।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের নেতৃত্ব শীতল বাউরি, সুদেব থান্দার, গনআন্দোলনের নেতৃত্ব আসগর আলি প্রমুখ।। সম্মেলন উপলক্ষে নানুর বাসস্ট্যান্ডে রাইবেশে, আদিবাসী নৃত্য, বাউল গান অনুষ্ঠিত হয়। সম্মেলনে এই রাইবেশে শিল্পীরা সরকারি বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।।

শোনা যায় রায়বেশে নাচ বীরভূম জেলাতে নাকি প্রথম উদ্ভব হয়েছিল তবে এর উদ্ভব সম্পর্কে অনেকে বলেন যে এর উদ্ভব মুর্শিদাবাদের বড়ঞা ও খড়গ্রাম থানাঞ্চলে। তবে চর্চা, বিকাশ ও প্রকাশ ক্ষেত্র হিসেবে বীরভূমের নাম করা যায়। রাই বেশ (নারী বেশ) থেকে রাইবেশের উদ্ভব কথাটিও বলা যেতে পারে।এই ভল্লা জনগোষ্ঠীর বসতিকেন্দ্র সংলগ্ন মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান।। গত শতাব্দীর তিরিশের দশকে গুরুসদয় দত্ত মশাই বীরভূমের জেলা শাসক হিসেবে এসে রাইবেশের সঙ্গে পরিচিত হন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।