বিজ্ঞান ও প্রযুক্তি

বাঁচার উপায় বৃক্ষরোপন, বৃক্ষছেদন নয়-পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলা


অর্ণব দে :চিন্তন নিউজ:৭ই মার্চ:–গত ০৬.০৩.২০ তারিখে কোনো অনুমতি ছাড়াই কাটা হয়েছে, বহরমপুরের লালদিঘি ক্ষুদিরাম স্ট্যাচুর পাশে রাস্তার ধারে একটি পুরাতন বড় গাছের প্রধান শাখা কান্ড। এদের ইচ্ছে পুরো গাছটাই কাটবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রাথমিক বাধায় পুরো গাছটা এখনো কাটতে পারে নি।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জীবন বিরোধী এই কাজের জন্য ধিক্কার জানাই। যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, জলবায়ু প্রতিকূল হচ্ছে তাতে খুব শীঘ্রই মানুষসহ জীবকুল ভীষনভাবে বিপন্ন হবে। বাঁচার উপায় বৃক্ষরোপন, বৃক্ষছেদন নয়।

অথচ শহরের কেন্দ্র বিন্দুতে হ’ল একটি বৃক্ষ অর্থাৎ অনেক প্রান ধ্বংসের অপচেষ্টা। আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রতিবাদ সভা আয়োজন করে। এরপর পৌরসভা, এস.ডি.ও, ফরেস্ট অফিসারকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করে। গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে, গাছটিকে কিছুতেই ধ্বংস করতে দেবে না পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।

এই বিষয়ে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। এই সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলা সভাপতি তপন সামন্ত। এছাড়াও বক্তব্য রাখেন শুক্লা মন্ডল, শিল্পী সেন,অর্ণব দে,মিতা দত্ত ও মর্তুজা হোসেন প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।