রাজ্য

পরিযায়ী শ্রমিকদের সাহায্যে এগিয়ে এল এস‌এফ‌আই ডিওয়াইএফ‌আই বহরমপুর শাখা


অনুপম মিশ্র: চিন্তন নিউজ:৩১শে মার্চ:- মঙ্গলবার বহরমপুরে এফ‌ইউসি ময়দানে বন্ধ হয়ে যাওয়া মেলার ৪০ জন পরিযায়ী শ্রমিকদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও সাবান বিতরণ করল এস‌এফ‌আই, ডিওয়াইএফ‌আই বহরমপুর শাখা।

বেশ কিছুদিন আগেই বহরমপুরের এফ‌ইউসি ময়দানে শুরু হয়েছিল ‘ বহরমপুর মেলা। প্রতি বছরের ন্যায় এবছরও মেলায় ব্যবসা করতে ভারতের বিভিন্ন রাজ্য যেমন উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা ইত্যাদি থেকে অনেক মানুষ এসেছিলেন। কিন্তু সমস্যার শুরু হয়েছে লক ডাউনের সময় থেকে।

গত ২৪শে মার্চ থেকে বিশ্বব্যপী ছড়িয়ে পরা মারণ ভাইরাস করোনার জন্য দেশ ব্যাপী ২১ দিনের লক ডাউন শুরু হওয়াই মেলা বন্ধ করা হয়েছে জনস্বার্থে। যার ফলে সমস্যায় পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা এইসমস্ত পরিযায়ী শ্রমিকরা। তাদের আয়ে ঘাটতি দেখা দিচ্ছে । যার ফলে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। সরকারের তরফ থেকেও সেরকম কোন ইতিবাচক ভূমিকা লক্ষ্য করা যায়নি বলেই তাদের বক্তব্য।

এমতাবস্থায় তাদের দিকে সাহায্যের হাত বারিয়ে দিয়েছে এস‌এফ‌আই, ডিওয়াইএফ‌আই বহরমপুর লোকাল । তারা ৪০ জন শ্রমিকের হাতে তুলে দিয়েছে চাল, ডাল, আলু, বিস্কুট, সাবান। সারা দেশের বিভিন্ন কোনায় বামপন্থী ছাত্র- যুবরা এই সমস্ত দুস্থ মানুষদের সাহায্যার্থে সবার আগে এগিয়ে আসছে বলেই দেশবাসীর অভিমত ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।