রাজ্য

কলকাতা কর্পোরেশনে নিম্নমানের সরঞ্জাম সাপ্লাই


মীরা দাস, চিন্তন নিউজ, ১৬ মে : কলকাতা কর্পোরেশনের সব বিভাগই টেন্ডার দিয়ে সরঞ্জাম কেনে বাজার থেকে এবং সাপ্লাই করা হয় সব বিভাগেই। কিন্তু বিভিন্ন বিভাগের খোদ আধিকারিকরা নিম্ন মানের জিনিস পাচ্ছেন বলে অভিযোগ করেন। তবে কর্পোরেশন সুত্রে জানা যাচ্ছে, এই অভিযোগ দীর্ঘদীন ধরে তোলা হলেও মেয়র পারিষদ কোন পদক্ষেপ নেননি। জনগনের করের টাকায় সরঞ্জাম কেনা হয়, কিন্তু তার গুনমান খুবই নিম্নমানের এবং এই অভিযোগ একাধিক বিভাগ থেকে আসতে শুরু করেছে, বিশেষ করে আলোক বিভাগ থেকে বেশি। যে সমস্ত আলো বা সরঞ্জাম কেনা হয় তা অত্যন্ত নিম্ন মানের। আলো লাগানো হলেও তা কতদিন জ্বলবে জানা নেই। খুব নিম্নমানের সুইচ, গ্যারান্টি থাকলে ও পাল্টানোর কোন কাজ ই হয় না, ফের নতুন করে কেনা হয়। এই ধরনের কাজের অভিযোগ উঠে আসছে ধীরে ধীরে। সব কিছু জেনেও মেয়র পারিষদ ইতি বাচক পদক্ষেপ নেয় নি, এরকম ঘটনার জন্য পরিস্তিতি জটিল হয়ে ওঠে পৌরমহলে, যার ফল স্বরুপ কমিশনার বাধ্য হয়ে একটি নির্দেশিকা জারি করেন যে, সাপ্লাই বিভাগ যে যে সরঞ্জাম যে বিভাগ কে পাঠাচ্ছে সেই বিভাগের তরফে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা আধিকারিকের কাছে লিখিত ভাবে দিতে হবে এবং তার ভিত্তি তে সাপ্লাই বিভাগ ঐ সরঞ্জাম যে কোম্পানির সেই কোম্পানিকে কালো তালিকা ভুক্ত করতে হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।