মীরা দাস, চিন্তন নিউজ, ১৬ মে : কলকাতা কর্পোরেশনের সব বিভাগই টেন্ডার দিয়ে সরঞ্জাম কেনে বাজার থেকে এবং সাপ্লাই করা হয় সব বিভাগেই। কিন্তু বিভিন্ন বিভাগের খোদ আধিকারিকরা নিম্ন মানের জিনিস পাচ্ছেন বলে অভিযোগ করেন। তবে কর্পোরেশন সুত্রে জানা যাচ্ছে, এই অভিযোগ দীর্ঘদীন ধরে তোলা হলেও মেয়র পারিষদ কোন পদক্ষেপ নেননি। জনগনের করের টাকায় সরঞ্জাম কেনা হয়, কিন্তু তার গুনমান খুবই নিম্নমানের এবং এই অভিযোগ একাধিক বিভাগ থেকে আসতে শুরু করেছে, বিশেষ করে আলোক বিভাগ থেকে বেশি। যে সমস্ত আলো বা সরঞ্জাম কেনা হয় তা অত্যন্ত নিম্ন মানের। আলো লাগানো হলেও তা কতদিন জ্বলবে জানা নেই। খুব নিম্নমানের সুইচ, গ্যারান্টি থাকলে ও পাল্টানোর কোন কাজ ই হয় না, ফের নতুন করে কেনা হয়। এই ধরনের কাজের অভিযোগ উঠে আসছে ধীরে ধীরে। সব কিছু জেনেও মেয়র পারিষদ ইতি বাচক পদক্ষেপ নেয় নি, এরকম ঘটনার জন্য পরিস্তিতি জটিল হয়ে ওঠে পৌরমহলে, যার ফল স্বরুপ কমিশনার বাধ্য হয়ে একটি নির্দেশিকা জারি করেন যে, সাপ্লাই বিভাগ যে যে সরঞ্জাম যে বিভাগ কে পাঠাচ্ছে সেই বিভাগের তরফে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা আধিকারিকের কাছে লিখিত ভাবে দিতে হবে এবং তার ভিত্তি তে সাপ্লাই বিভাগ ঐ সরঞ্জাম যে কোম্পানির সেই কোম্পানিকে কালো তালিকা ভুক্ত করতে হবে।
Related Articles
স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মীর পর্যাপ্ত সুরক্ষার দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন
রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:৯ই এপ্রিল:- যারা মানুষের সুরক্ষার জন্য জীবন বাজি রাখছেন, তাদের উপযুক্ত সুরক্ষা দিতে হবে। এই দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রামপুরহাট ১ পূর্ব লোকাল কমিটির উদ্যোগে রামপুরহাট মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হলো। দাবি: – ১) আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি,রামপুরহাট গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যায় পি পি ই এবং এন-৯৫ মাস্ক […]
রেশনের চাল অবৈধ পাচার আটকে,প্রান্তিক মানুষের মধ্যে বিলি করলেন বাম যুব কর্মীগণ
কিংশুক ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:১২ই জুন:- গতকাল ১১ই জুন২০২০ বাঁকুড়া শহরের ১৭নং ওয়ার্ড এলাকায় একটি মিলের পথে ৫০কেজির আট(৮) বস্তা চাল নিয়ে একটি টেম্পো যাওয়ার সময় এলাকার যুবকদের সন্দেহ হওয়ায় টেম্পোটিকে আটকে প্রশ্ন করতেই টেম্পো চালক বলেন যে চালটি এলাকার মুদি দোকান তারাপদ গরাইয়ের কাছ থেকে সামনের রাইসমিলে পৌঁছাতে যাচ্ছে। যুবকরা এলাকার বিদায়ী বামফ্রন্টের সিপিআই কাউন্সিলর প্রদীপ […]
করোনা ভাইরাস মোকাবিলায় বর্ধমানের কমিউনিস্ট ছাত্রযুবর ভূমিকা।
কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ – চতুর্দশ শতকে ইউরোপে মহামারী আকার নিয়েছিলো প্লেগ, যা ইতিহাসে ‘ব্লাক ডেথ’ নামে পরিচিত। প্রায় ২০ কোটি মানুষ মারা গিয়েছিল সেই মহামারীতে। ভেনিস কর্তৃপক্ষ নিয়ম জারি করেছিল বন্দরে জাহাজ ভীড়লে যাত্রীদের সমুদ্রে ৪০ দিন জাহাজেই থাকতে হবে। ৪০ সংখ্যাকে ইটালিয়ান ভাষায় বলা হয় কোয়ারানতা আর অপেক্ষার সময়টিকে কোয়ারানতিনো। তখন থেকেই সংক্রামক […]