মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ১৩ মে: গুজরাটের বিজেপি সরকারের মন্ত্রী ভূপেন্দ্রাশিস চুদাসামার নির্বাচন অবৈধ ঘোষণা করল গুজরাট হাইকোর্ট। মঙ্গলবার এক রায়ে গুজরাট হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। গত ২০১৭ সালের গুজরাট বিধানসভা নির্বাচনে ঢোকলা কেন্দ্র থেকে চুদাসামা ৩২৭ ভোটে নির্বাচিত হয়েছিলেন। যে নির্বাচন ঘিরে অসদুপায় গ্রহণ এবং কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছিলো। বর্তমানে গুজরাটের বিজয় রুমানীয় নেতৃত্বাধীন […]