রাজ্য

বামপন্থীদের লড়াইটা মতাদর্শের


স্বাতী শীল, চিন্তন নিউজ, ১৩ মে: একদিকে করোনা ভাইরাসের সংক্রমণে স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়েছে, অন্যদিকে ব্লাড ব্যাঙ্ক গুলোর রক্ত শূন্য অবস্থা। করোনার বিরুদ্ধে লড়াইয়ের সাথে সাথে – তীব্র রাজনৈতিক মেরুকরণের লড়াই চলছে হুগলি জেলায়। কিন্তু যাঁরা ৭% -এর মতাদর্শের সমর্থক, তাঁরা আজকের দিনটা মুমূর্ষু রোগীদের জন্য উৎসর্গ করলেন- যাতে তাঁদের একবিন্দু রক্তের জন্য কলকাতায় যেতে না হয়। থ্যালাসেমিয়া রোগীদের হন্যে হয়ে ঘুরতে না হয় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল।

সেই কারণেই আজ DYFI-SFI চুঁচুড়া লোকাল কমিটির পক্ষ থেকে স্টুডেন্ট হেলথহোমের হলে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির। শিবিরে রক্ত দেন মোট ৩৭ জন। রক্তদাতাদের মধ্যে ছাত্রী ও যুবতী ছিলেন ৭ জন। নতুন রক্তদাতা ৫ জন। আরো অনেকেই রক্ত দেওয়ার জন্য উপস্থিত ছিলেন কিন্তু ব্লাড ব্যাংকের ততধিক আয়োজন না থাকায় তাদের ফিরে যেতে হয়। রক্তদান শিবিরকে কেন্দ্র করে ছাত্র-যুবদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এটাই বামপন্থী মতাদর্শ। যা শেখায় মন্দির-মসজিদ-গির্জার চেয়ে “মানবতা” অনেক বড়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।