মল্লিকা গাঙ্গুলী: চিন্তন নিউজ:১৪ই মে:- বর্তমানে মহারাষ্ট্র বিজেপির বিতর্কিত নাম একনাথ খাড়সে। তিনি একজন বর্ষীয়ান বিজেপি নেতা এবং মহারাষ্ট্র রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন রাজস্ব মন্ত্রী। যদিও বিজেপির চরিত্রগত ভাবে খাড়সেও দুর্নীতি মুক্ত নন। ২০১৬ সালে ব্যাপক দুর্নীতির কারণে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে তার চরম মতবিরোধে হয় এবং তিনি মন্ত্রী পদ ত্যাগ করতে বাধ্য হন।
বলাবাহুল্য সেই সময় থেকেই খাড়সের সঙ্গে মহারাষ্ট্র বিজেপি নেতাদের বনিবনা হচ্ছিল না। তার জেরেই গত বিধানসভা নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয় নি। খাড়সে আশা করেছিলেন সম্প্রতি রাজ্যসভা নির্বাচনে তার রাজ্য থেকে মনোনীত নয় জন সদস্যের মধ্যে একনাথ খাড়সের নাম অবশ্যই থাকবে। কিন্তু রাজ্য বিজেপি খাড়সেকে বাদ দিয়ে তালিকা প্রস্তুত করায় এই বিজেপি নেতা ক্ষোভে ফেটে পড়েন। দলের রাজ্য সভাপতি চন্দ্র কান্ত পাতিলকে প্রকাশ্যে জানান, তিনি এখন কোভিড ঊনিশ অতিমারি সংকট বলে চুপ আছেন। করোনা মুক্ত হলেই তিনি তার সিদ্ধান্ত জানাবেন। খাড়সে রাজ্য সভাপতিকে উদ্দেশ্য করে বলেন যে, তিনি চল্লিশ বছর বিজেপির হয়ে কাজ করছেন অথচ রাজ্য বিজেপির চার পাঁচ জন নতুন নেতা কেন্দ্রীয় নেতৃত্বকে তার এবং রাজ্য বিজেপি সম্পর্কে ভুল বোঝাচ্ছে। নিজের দল ভারি করতে খাড়সে অপর এক প্রাক্তন বিধায়ক মেধা কুলকার্নির প্রতিও দলের চক্রান্ত হচ্ছে বলেও মুখ খোলেন। খাড়সে জানান মেধা কুলকার্নিকে জলগাঁও এর মুক্তার নগর থেকে রাজ্য বিধান পরিষদের সদস্য মনোনীত করা হবে বলে কথা দিয়েও সে কথা রাখা হয় নি। প্রচন্ড ক্ষুব্ধ একনাথ খাড়সে শুধু সংবাদ মাধ্যমের কাছেই তার অসন্তোষ উগরে দিয়েছেন তাই নয়, তিনি বলেছেন করোনা মহামারী আয়ত্তে এলেই তিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিলের কাছে জানতে চাইবেন কেন মহারাষ্ট্র রাজ্য বিজেপি দলের দীর্ঘদিনের সক্রিয় সদস্যদের সঙ্গে এমন অন্যায় আচরণ করছেন?
মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে প্রাক্তন মন্ত্রী একনাথ খাড়সের এ হেন বিক্ষোভ নিঃসন্দেহে রাজ্য বিজেপির ভাঙনের ইঙ্গিতবাহী । একা একনাথ খাড়সে ই নন মেধা কুলকার্নির মত নেতৃত্ব ও খাড়সের মাধ্যমে নিজের অসন্তোষ ব্যক্ত করছেন যা মহারাষ্ট্র বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি দলের কাছে অবশ্যই অস্বস্তির কারণ। এখন দেখার বিষয় করোনা উত্তর মহারাষ্ট্র বিজেপির ভবিষ্যত কি? একনাথ খাড়সে বা মেধা কুলকার্নির মত বর্ষীয়ান অভিজ্ঞ নেতৃত্বের ক্ষোভ প্রশমিত না হলে মহারাষ্ট্রে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বড় ফাটলের সৃষ্টি করতে পারে। সারা দেশের বিজেপির শক্ত ঘাঁটি বলে চিহ্নিত রাজ্য গুলির মধ্যে অন্যতম রাজ্য মহারাষ্ট্র, সেই মহারাষ্ট্রে বিজেপির এই কোন্দল কেবলমাত্র মহারাষ্ট্রেই সীমাবদ্ধ থাকবে না; বিজেপি বর্তমান ভারতের শাসক দল; কাজেই এই গোষ্ঠী দ্বন্দ্ব সমগ্র ভারতবর্ষের রাজনীতিতে যথেষ্ট অস্থিরতা সৃষ্টি করবে বলে রাজনৈতিক মহলের ধারনা।।