জেলা রাজ্য

পেট্রোপণ‍্যসহ দ্রব‍্যমূল‍্য বৃদ্ধি বিরোধী ও রাজ‍্য সরকার তথা তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে মিছিল।


কিংশুক ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:৫ই জুলাই:– আজ বড়জোড়া এরিয়ার মালিয়াড়া গ্রাম পঞ্চায়েত এলাকার পিংরুই গ্রামে ও কাঁঠাল বাগানে সকাল থেকে এস‌এফ‌আই – ডিওয়াইএফ‌আই পিংরুই ইউনিট কমিটির উদ্যোগে স্যানিটেশন (sanitisation) ও পরে জীবনের জন্য রক্তদান… মোট ২৮ জন রক্ত দেন তার মধ্যে ৩ জন মহিলা রক্তদাতা ছিলেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুজিত চক্রবর্তী, সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী, প্রাক্তন সাংসদ সুনীল খাঁ, যুব নেতা বাপ্পা ব্যানার্জী, ছাত্র নেতা সাগর শিট প্রমুখ।

বড়জোড়ার পখন্নাতে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল ও সভা..হয়। উক্ত সভায়. উপস্থিত সুজিত চক্রবর্তী, সুজয় চৌধুরী, মহাদেব সিংহ,আর‌ও উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য যদুনাথ রায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।