রাজ্য

স্মরণে শপথে বরুণ বিশ্বাস”


সৌভিক ব্যানার্জি: চিন্তন নিউজ:৫ই জুলাই:– উত্তর ২৪ পরগণা জেলার সুঁটিয়া গ্রামের প্রতিবাদি শিক্ষক ছিলেন বরুণ বিশ্বাস। দরিদ্র পরিবারের সন্তান বরুণ বিশ্বাস ডব্লিউবিসিএস (WBCS) পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র সমাজ সেবার জন্য শিক্ষকতার পথ বেছে নেন। ১৯৯৮ সালে কলকাতার মিত্র ইন্সটিটিউশনে শিক্ষক হিসেবে যোগদান করেন। খুব অল্প দিনেই ছাত্রদের প্রিয় শিক্ষক হয়ে উঠেছিলেন।

সু্ঁটিয়া ছিল সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল। খুন ধর্ষন রোজকারের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এরই প্রতিবাদে তিনি গ্রামের কিছু মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদি মঞ্চ গড়ে তুলেছিলেন। তিনি প্রতিনিয়ত ঘটে চলা, ওই অঞ্চলে মেয়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তার জন্য নিজের জীবন দিয়ে খেসারত দিতে হয়েছিল। ২০১২ সালে ৫ই জুলাই তৃণমূল অাশ্রিত দুষ্কৃতিদের হাতে খুন হন বরুণ বিশ্বাস। তারপর থেকে প্রত্যেক বছর তাঁর মৃত্যু দিন পালন করে অাসছে এস এফ আই। অাজকেও কলকাতা সহ সারা রাজ্যে তাঁর মৃত্যু দিন পালন করলো এস এফ আই। শুধুমাত্র তাঁকে স্মরণ নয়, তাঁর হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে এস এফ আই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।