রাজ্য

পূর্ব বর্ধমান জেলার খবর



চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৫ ই জুলাই, ২০২১ – আজ কাটোয়া ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে জনসচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে। রায়না রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে পলাশন অঞ্চলের সাইপাড়া, আদিবাসী পাড়া, দাসপাড়া, এবং পলাশন গ্রামের বিভিন্ন জায়গায় স্যানিটাইজ করা হয়।

গতকাল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ , কাটোয়া কেন্দ্রের উদ্যোগে ‘কোভিড – ১৯-এর প্রেক্ষিতে সঠিক ভাবনা” শীর্ষক এক আলোচনাসভা কাটোয়া স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হয়।ট্র
উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসকগণ এবং বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব।

পূর্ব বর্ধমান জেলার রেড ভলেন্টিয়াররা আজ সন্ধ্যায় ‘ অব্যক্ত’ – গাছ কথা বলে – এই নামে একটি সুন্দর পরিবেশ বান্ধব নার্শারি উদ্বোধন করে। গানের আসরেয়ে এই নার্শারির প্রকাশ ঘটে। এলাকায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রয়াসের অংশীদার হন এলাকার মানুষজন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।