জেলা

হুগলি জেলার সংবাদ:–


১৫ ই জুলাই,চিন্তন নিউজ :- নবনীতা মন্ডল:-“দাও ফিরে সে অরণ্য,লও এ নগর”,,,,
সত্যিই কি অরন্য ফিরিয়ে দেওয়া যায়?তা হয়তো যায় না।প্রতিদিন নগরায়নের নাগপাশে আবিষ্ট হয়ে আছে।বাড়ছে উচ্চাশা,আরও আরও উন্নত হবার।প্রকৃতি ও কংক্রিটের অসম লড়াইয়ে শেষ পর্যন্ত ভুগতে হচ্ছে আগামী প্রজন্মকে। পৃথিবীর মাঝে এতো অসুখ মহামারী থেকে পৃথিবী কে সুস্থ সুন্দর করে তুলতে পারে একটি গাছ, শ্বাস বায়ুর জন্য আজ মরমে মরে যাচ্ছে একটি ছোট্ট গাছ শিশু কে যত্নে লালন পালন করা আগামী তে আর এই বিপর্যয় এর মুখে পড়তে হবে না, এই পরিস্থিতি মাঝেও পালন করা হচ্ছে অরণ্য সপ্তাহ,
“অরণ্য সপ্তাহ”( ৬-১৪ জুলাই) উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আগামী ১৬ ই জুলাই চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিকাল ৪:৩০ মিনিটে একটি বৃক্ষদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এই দিন সকল পথ চলতি মানুষ এর হাতে তুলে দেওয়া হবে ছোট ছোট শিশু চারাগাছ,যাকে যত্নে লালন পালন করে বড় করে তোলার দায়িত্ব সকলের, এবং সেটা প্রত্যেকের নিজ স্বার্থে, আগামী পৃথিবীর সুস্থতা ও আগামী প্রজন্ম দের সুস্থ সুন্দর পরিবেশ উপহার দিতে এই কাজ টি সকলকে ই করতে হবে, এবং দৃঢ় তার সাথে,
আজকের সকল মানুষের পোঁতা চারাগাছ কাল মহীরূহ হয়ে উঠুক,ছায়া দিক,পরিশুদ্ধ বাতাস দিক আগামী প্রজন্মকে।

জয়দেব ঘোষ:-ফের এসএফআই-এর আন্দোলনের জয়ঃ
আজ ভারতের ছাত্র ফেডারেশন কোন্নগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ সংগঠিত হয়। আজ ওই ইস্কুলে ভর্তির দিন ছিল। সরকারী নির্দেশিকা কে অমান্য করে ওই ইস্কুলে অত্যধিক হারে ভর্তির ফি নেওয়া চলছিল। অবস্থান বিক্ষোভ থেকে এসএফআই-এর প্রতিনিধিদল তারা ইস্কুলের প্রধান শিক্ষিকার কাছে ডেপুটেশন দিতে যান। প্রতিনিধিদলে ছিলেন এসএফআই হুগলী জেলা কমিটির সভানেত্রী নবনীতা চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য অর্ণব দাস, কোন্নগর আঞ্চলিক কমিটির দুই সদস্যা অর্পিতা দাস ও শুভমিতা হালদার। ইস্কুলের প্রধান শিক্ষিকা ছাড়াও উপস্থিত ছিলেন ইস্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা এলাকার তৃণমূল নেত্রী। দীর্ঘ ২ঘন্টা ধরে বৈঠক চলে। আলোচনা- বিতর্কের পর এসএফআই-এর দাবী মানতে কার্যত বাধ্য হন ইস্কুল কর্তৃপক্ষ। তারা জানান এবার থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তির সময় যাদের ল্যাব আছে তারা ৫৫০টাকা দেবেন এবং যাদের ল্যাব নেই তারা ৫০০টাকা করে দেবেন। এসএফআই নেতৃত্ব এও জানান যে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে ইস্কুলে পঠনপাঠনের ব্যবস্থা শুরু করতে হবে। আন্দোলনের শেষে এসএফআই নেতৃত্ব ইস্কুলের ছাত্রী সহ অভিভাবক বৃন্দ কে ধন্যবাদ জানান এই লড়াইয়ে পাশে থাকার জন্যে।

সুপর্না রায়:-মশাট জিপির বনমালীপুরের এক অসুস্থ রুগী মিনতি মালকে রেড ভলেন্টিয়ার্স চন্ডীতলা ১ এর পক্ষথেকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ডাক্তার প্রনব পালের পরামর্শে রেড ভলেন্টিয়ার্স টিমের পক্ষ থেকে কমরেড নির্মল ঘোষ ও কমরেড স্নেহাশীষ মুখার্জী রাত্রি ১২.৩০ এ শ্রীরামপুর ওয়ালশ হসপিটালের SARI ওয়ার্ডে ভর্তি করানো হয়।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।