জেলা

করোনাকালে মানুষের পাশে এস‌এফ‌আই- জলপাইগুড়ি, ভ্যাকসিন নিতে উপচেপড়া ভীড়,


দীপশুভ্র সান্যাল:চিন্তন নিউজ:২৭শে এপ্রিল:- ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে কোভিড পরিস্থিতিতে সাধরন মানুষের পাশে থাকার জন্য ভলেন্টিয়ার দল গঠন করা হলো। জেলার প্রতিটি এলাকার ছাত্র কর্মীরা এই ভলেন্টিয়ার দলে থাকছেন।।
এব্যাপারে সংগঠনের জেলা সম্পাদক প্রভাকর সরকার বলেন, “গত-বছর করোনাকালেও আমরা জেলা জুড়ে মানুষের পাশে ছিলাম, এবছরও আমরা মানুষের পাশে থাকবো, তবে নিশ্চয়ই সতর্কতা অবলম্বন করে।”
এছাড়াও জনসাধারণ যেন আতঙ্কিত হবার বদলে সচেতন থাকে, অন্যদেরও সচেতন করে এবং বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করেন সে ব্যাপারেও সংগঠনের পক্ষ বার্তা দেওয়া হয়।।

অপরদিকে জলপাইগুড়ির রাজগঞ্জ মগরাডাংগি গ্রামীণ হসপিটালের মানা হলো না কোন কোভিড বিধি। শহর এলাকায় ভ্যাকসিন নেওয়ার হুড়োহুড়ি থাকলেও এতদিন পর্যন্ত গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভ্যাকসিন নেওয়ার সেরকম তোড়জোড় ছিলনা। কোভিড এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত সপ্তাহ থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য ভিড় জমাচ্ছেন বহু মানুষ। গত তিনদিন ভ্যাকসিন দেওয়া বন্ধ ছিল বিভিন্ন গ্রামীণ হাসপাতালে। আজ সকাল থেকে চালু হয়েছে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া,ভ্যাকসিন নিতে এসে সকাল থেকে হয়রানির শিকার হচ্ছেন বহু বয়স্ক মানুষ। রাত তিনটে চারটা থেকে লাইন দিয়েও প্রতিবেদনের লেখা পর্যন্ত ভ্যাকসিন নিতে পারেননি বহু মানুষ। প্রতিদিন ২০০ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে এরকম স্বাস্থ্য দপ্তরের ঘোষণা থাকলেও সকাল থেকে লাইন দিয়েছেন চার-পাঁচশো মানুষ ভ্যাকসিন না পেয়ে হতাশ বহু মানুষ ফিরে গেছেন আবার তারা আগামীকাল লাইন দেবেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।