রাজ্য

রাজ্যজুড়ে কৃষি বিল এর প্রতিবাদে পথ অবরোধ কর্মসূচি


চিন্তন নিউজ:২৫শে সেপ্টেম্বর:-সন্দীপন ঘোষ:- বৃষ্টিকে উপেক্ষা করে কোচবিহার জেলার সর্বত্র কৃষক মারা কৃষি বিল এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ করা হয়।

সুশান্ত বিশ্বাস:-আজকে প্রবল বর্ষণকে উপেক্ষা করেই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের কৃষকমারা কৃষি বিল বাতিলের দাবিতে সারভারত কৃষকসভার উদ্যোগে বামপন্থী গণসংগঠনের পক্ষ থেকে গোটা রাজ্যের সঙ্গে গঙ্গারামপুর চৌ মাথায় ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ঘন্টা রাস্তা অবরোধে মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মত।

শ্রীমন্ত মুখার্জি:-কৃষক বিরোধী কালা আইনের বিরুদ্ধে রামপুরহাট-২ব্লক অফিসের সামনে বাম কংগ্রেসের বিক্ষোভ।

রাহুল চ্যাটার্জি:-কেন্দ্রের কৃষক বিরোধী বিলের প্রতিবাদে রামপুরহাট বাসস্টান্ডে পথ অবরোধ।

হাসিরুল ইসলাম:-কৃষকসভা সালার থানা কমিটি ও ডিওয়াইএফ‌আই সালার লোকাল কমিটি র উদ্যোগে সালার কলেজ মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভ স্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়।

এছাড়াও হুগলির বাগবাজার মোড়ে কৃষক মারা কৃষি বিলের বিরুদ্ধে পথ অবরোধ হয়।

আসানসোলের কাজোড়া মোড়ে পথ অবরোধ হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।