চিন্তন নিউজ:২৫শে সেপ্টেম্বর:- স্বাতী শীল:– ব্যান্ডেল মোড় এ কৃষি ও কৃষক বিরোধী বিলের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বাতী শীল :- চুঁচুড়ার ঘড়ির মোড়ে কৃষি বিরোধী বিলের প্রতিবাদে সভা।।
কৌশিক মালিক:– আরামবাগ এ কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:- প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সিঙ্গুর রতনপুর মোড়ে দূর্গাপুর রোড কৃষক অবরোধ চলছে।।
সুপর্না রায়:- চকবাজার:-কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে আজ CPI(M) কোন্নগর এরিয়া কমিটির ডাকে জি টি রোড (বাটার মোড়) বিক্ষোভ সভা সংগঠিত হয় ।
কমরেড নবনীতা:- :-*শ্রীরামপুর পূর্ব বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন, এস এফ আই এর পক্ষ থেকে তমোঘ্ন ঘোষ রায় , দীপ্তর্ক ঘোষ, যুব ফ্রন্ট( ডি ওয়াই এফ আই) এর পক্ষ থেকে কমরেড প্রতীক চক্রবর্তী, কমরেড সৌরভ চক্রবর্তী, সভাপতিত্ব করেন শ্রমিক নেতা সুভাষ সাহা। বিরোধী দলনেতা কমরেড সুমংগল সিং, শ্রমিক নেতা কমরেড তীর্থংকর রায়, সুজিত বাউল এবং অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
কমরেড নবনীতা:–শ্রীরামপুর:– শ্রীরামপুর পশ্চিমঃ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন, এস এফ আই এর পক্ষ থেকে শুভজয় সাধু, যুব ফ্রন্ট( ডি ওয়াই এফ আই) এর পক্ষ থেকে কমরেড বরুণ দাস, শ্রমিক ফ্রন্ট (CITU) র পক্ষ থেকে শ্রমিক নেতা কমরেড গোবিন দাস, সভাপতিত্ব করেন কমরেড সন্তোষ চক্রবর্তী, বক্তব্য রাখেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) শ্রীরামপুর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক কমরেড মিঠুন চক্রবর্তী এবং অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
চৈতালি নন্দী:– চন্দননগর:–চন্দননগরের তেমাথাতে কৃষিবিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।।
চৈতালি নন্দী:- চন্দননগর:—আরামবাগে কৃষিবিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।।
পান্ডুয়া তেলিপাড়া মোড় এ কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।।