জেলা রাজ্য

ডানকুনি ছাত্র যুবদের উদ্দ্যোগে গড়ে ওঠা কমিউনিটি কিচেনে


সিদ্ধার্থ গুহ: চিন্তন নিউজ:৩১শে মে:- সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ মধ্যে প্রতিদিনের মত আজও ডানকুনি ছাত্র যুবদের উদ্দ্যোগে গড়ে ওঠা কমিউনিটি কিচেনে র জন্য কমরেডরা লড়াই করে যাচ্ছেন।।

মেনু- ভাত, ডাল,বাঁধা কপির তরকারি ও ডিম কারী…

ডানকুনির এক কমরেড, যিনি সাংস্কৃতিক জগতের যুক্ত ওনার বাড়িতে অনুষ্ঠান পালিত না করে সেই অনুষ্ঠানের সমস্ত ব্যয় আমাদের কমিউনিটি কিচেনে দান করলেন।

এছাড়া স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ডানকুনির অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী এবং উত্তর ২৪ পরগণা জেলার এক ব্যক্তি এই কমিউনিটি কিচেনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।।
তার মধ্যে মনজোৎ ও সুমন এর ভূমিকা অনস্বীকার্য ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।