চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১লা নভেম্বর – ২৬ শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন, সাধারণ সভা ইত্যাদি কর্মসূচি পালিত হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। আজ কালনা শহরে সিটু, ছাত্র ও যুব ফেডারেশন, শিক্ষক সংগঠনেত উদ্যোগে কনভেনশনে প্রধান বক্তা ছিলেন সুকান্ত কোঙার। একইভাবে মেমারি ১ ( পশ্চিম) এরিয়ায় গণকনভেনশনে বক্তব্য রাখেন নজরুল ইসলাম। মেমারি ১ পূর্ব এরিয়া কমিটির দেবীপুর বাজারে সাধারণ সভায় বক্তব্য রাখেন জন্নাথ গাঙ্গুলি ও মেহেবুব আলম।
সি পি আই এম খণ্ডঘোষ ১ এরিয়া কমিটির পক্ষ থেকে ওঁয়ারী গ্রামে সভা হয় বিজেপি সরকারের সর্বনাশা কৃষি বিল বাতিলের দাবিতে, কৃষি বিল সম্পর্কে তৃণমূলের দ্বিচারিতার রাজনীতির বিরুদ্ধে, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে, লুঠের রাজনীতির বিরুদ্ধে। সভায় বক্তব্য রাখেন রাজ্য কৃষক সভার সম্পাদক অমল হালদার, এরিয়া কমিটির সম্পাদক দেশবন্ধু হাজরা ও জেলা কমিটির সদস্য বিনোদ ঘোষ।
গলসী-১নং এরিয়া কমিটির অন্তর্গত রামনগর শাখার প্রয়াত সম্পাদক বলরাম মণ্ডলের স্মরণ সভা আজ বিকালে কাশপুর গ্রামে অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণা করেন সৈয়দ হোসেন, কমল সরকার প্রমুখ। সভাপতিত্ব করেন লক্ষণ বাগদি।