চিন্তন নিউজ:১লা নভেম্বর:- সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে চন্ডীতলা ১ এরিয়া কমিটির গোপালপুর বাজারে দেওয়াল লিখনে যুব ও কৃষকসভার কমরেডরা ।
জয়দেব ঘোষ:- :- সিপিআই(এম) শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে আলু, পিঁয়াজ অনান্য সব্জি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ও ২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে এদিন দুটি মিছিল হয়।প্রথমটি চাতরা কুমোর পাড়া মোড় থেকে শুরু করে ২, ৩, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ নং ওয়ার্ডের মধ্যে দিয়ে বটতলায় শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন এরিয়া কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস্য কমরেড সুমঙ্গল সিং, এরিয়া কমিটির সদস্য কমরেড পার্থ প্রতিম ঘোষ, কমরেড রমেন মুখার্জি ও অনান্য নেতৃত্ব। অপরটি মাহেশ খটির বাজার থেকে শুরু করে মাহেশের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে বটতলায় শেষ হয়। নেতৃত্ব দেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তীর্থঙ্কর রায়, কমরেড গৌতম দাস, সুভাষ সাহা, কমরেড মলিনা চক্রবর্তী প্রমুখ। দুটি মিছিল বটতলায় মিলিত হয়ে সংক্ষিপ্ত সভার মধ্যে দিয়ে শেষ হয়।
চুঁচুড়া- হুগলি তে ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন —– পরিমল চক্রবর্তী।
দেবু ঘোষ:- চন্দননগর:-কৃষিবিল বাতিলের দাবিতে, শ্রমিক এর অধিকার রক্ষায়, বেকার যুবকদের কাজের দাবীতে, পরিযায়ী শ্রমিক দের স্বার্থে, খেটে খাওয়া মানুষ এর অধিকার রক্ষায়,নুন্যতম ১৮০০০ হাজার টাকা মজুরির দাবিতে, কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের দাবীতে,রেল ও বিমান সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বেসরকারি করন এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে——- শ্রমিক,কৃষক ও মেহনতি মানুষের ডাকে আগামী ২৬ শে নভেম্বর ২০২০ সারা ভারত জুড়ে ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন শুরু হলো—-