চিন্তন নিউজঃ- সোমনাথ ঘোষঃ-২৮-২৯ শে সাধারণ ধর্মঘটের সমর্থনে চন্ডীতলা ১ এরিয়া কমিটির শিয়াখালা, আঁইয়া, হরিপুর, মশাট কৃষ্ণরামপুর ও গঙ্গাধরপুরে দীর্ঘ ২০ কিমি বাইক মিছিল। মিছিলে কমরেড সোমনাথ ঘোষ, কমরেড রঘুনাথ ঘোষ কমরেড সঞ্জয় ঘোষ কমরেড আশীষ চ্যাটার্জী সহ অন্যান্যরা।
সুদীপ্ত সরকারঃ-আগামীকাল ও পরশু দেশ ব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে জাঙ্গীপাড়া থানা গণসংগঠনগুলির আহ্বানে জাঙ্গীপাড়া বাজার এলাকায় মিছিল অনুষ্ঠিত হল। কমরেড তপন রায়,কমরেড কাশীনাথ হাজরা, কমরেড প্রদীপ চ্যাটার্জী, কমরেড রওসন আলি মল্লিক, কমরেড মানস চ্যাটার্জী, কমরেড দিপালী বসু, কমরেড মমতা বসুমল্লিক সহ সমস্ত গণসংগঠনগুলির নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কমরেড পবিত্র সিংহরায়, সুদীপ্ত সরকার। আগামীকাল সকাল ৬টা জাঙ্গীপাড়া পার্টি অফিস থেকে ধর্মঘট সফল করার লক্ষ্যে মিছিল বের করা হবে।

তিলক ঘোষঃ-আজকে কামারপুকুর জিপির চব্বিশ টি গ্রামে মাইক ও লিফলেট সহকারে আগামীকাল এবং পরশু সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে প্রচার করা হলো।পথাসভা হয়েছে আনুড় বাজার ,,,বক্তা শিবনাথ ব্যানার্জী,,আনুড় বিএড কলেজ মোড়,,,,,বক্তা সুজিত রায় কামারপুকুর কলেজ মোড় বক্তা শ্রীকান্ত চক্রবর্তী।সর্বত্র সভাপতি করেন তিলক ঘোষ।

দেবারতি বাসুলীঃ-নিখিলবঙ্গ প্রাথ মিক শিক্ষক সমিতির হুগলি জেলার সিঙ্গুর পূর্ব চক্রের ৪৫ তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। সম্মেলনের উদ্বোধন করলেন জেলার সহ সম্পাদিকা কাকলি বিশ্বাস। এছাড়াও জেলার তরফে উপস্থিত আছেন জেলা সহ সভাপতি হবিবুর রহমান, সহ-সম্পাদক জয়দেব ঘোষ, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য বিমল পাখিরা,অশোক কোলে,রবিন সাঁতরা। শোক প্রস্তাব পাঠ করেন চক্র সভাপতি ও জেলা কোষাধ্যক্ষ অসীম পাল। প্রতিবেদন পেশ করেন সিঙ্গুর পূর্ব চক্রের সম্পাদক কুন্তল চট্টোপাধ্যায়।

দীপন মুখার্জিঃ-আগামী কাল ও পরশু সারাদেশ ব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে ত্রিবেনী থেকে শিবপুর পর্যন্ত মিছিল ও সমাবেশ।
