চিন্তন নিউজ:১৯ শে ডিসেম্বর:- জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়-:-কোন্নগর পৌরসভা এলাকার কোতরং ২নম্বর সরকারি কলোনি এলাকায় অবস্থিত অরবিন্দ পল্লী বিপ্লবী গনেশ ঘোষ স্মৃতি ভবন – যা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ‘ র কোতরং – হিন্দমোটর এরিয়া কমিটির কোন্নগর ১৮ নম্বর ওয়ার্ডের শাখার দপ্তর হিসেবে পরিচিত, গতকাল রাতে একদল দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয় এবং পার্টি অফিস টি পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। পার্টি অফিসের পাশে জড়ো করা কাঠের স্তুপে আগুন ধরিয়ে দেয় দুস্কৃতিকারীরা।… এই নিয়ে চার বার এই অফিস আক্রান্ত হলো। সকালে এলাকার পার্টি নেতৃত্ব ও পার্টি কর্মীরা উপস্থিত হয়ে এই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেন। উপস্থিত ছিলেন কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির সম্পাদক কমরেড পৃথ্বীশ ভট্টাচার্য, কমরেড রজত ব্যানার্জী, কমরেড দেবাশীষ নন্দী, ১৮ নম্বর ওয়ার্ডের শাখা সম্পাদক কমরেড পার্থ দাস এবং সি পি আই (এম) হুগলী জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায় ও অন্যান্য নেতৃবৃন্দ। ঘটনার বিবরণ দিয়ে কোন্নগর ফাঁড়িতে পুলিশের কাছে দুস্কৃতিকারীদের গ্রেফতার করা ও আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন সি পি আই (এম) এর পক্ষে কমরেড পার্থ দাস, কমরেড দেবাশীষ নন্দী ও কমরেড জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়।
জয়দেব ঘোষ-:-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি আজ সারা দেশেজুড়ে কৃষক আন্দোলন কে সংহতি জানিয়ে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি কমরেড তুষার ঘোষের হাতে ৫০,০০০(পঞ্চাশ হাজার ) টাকা আর্থিক সহায়তা তুলে দিলেন।উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি দেবাশীষ দত্ত,সম্পাদক মোহনদাস পন্ডিত,সহ সভাপতি সমর চক্রবর্তী সহ শিক্ষক নেতৃত্ব।