চিন্তন নিউজ: ২৯/০৩/২০২৪:– পার্থ চ্যাটার্জীঃ- বামফ্রন্ট মনোনীত সি পি আই এম প্রার্থী কমরেড মনোদীপ ঘোষ এর সমর্থনে চন্দননগরের দেওয়াল লেখা চলছে।
দেবারতি বাসুলীঃ-আজ হুগলী লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি পি আই এম প্রার্থী কম:মনোদীপ ঘোষের সমর্থনে পাণ্ডুয়া এরিয়া কমিটি অভ্যন্তরে জামগ্রাম মন্ডলাই ও ইলাছোবা দাসপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে প্রচার কর্মসূচী,মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায়।
হুগলি এরিয়া কমিটির ১০নম্বর তেওয়ারিপারা অঞ্চলে কমরেড মনোদীপ ঘোষ এর সমর্থনে দেওয়াল লিখন।
সুকুমার ভুক্তাঃ-আরামবাগ লোকসভায় বামফ্রন্টের সি পি আই (এম) প্রার্থী কমরেড বিপ্লব মৈত্র -র সমর্থনে তারকেশ্বরে দেওয়াল লিখন চলছে ।
খানাকুল এক নম্বর এরিয়া কমিটির অধীন অরুন্ডা গ্রাম পঞ্চায়েতের 24পুর বাজারে প্রার্থী নিজে দেওয়াল লিখছেন এবং কর্মীরা উপস্থিত আছেন।
খানাকুলের অরুন্ডা পঞ্চায়েত এলাকায় দেওয়াল লিখন। প্রার্থী কমরেড বিপ্লব মৈত্র দেওয়াল লিখনে ব্যস্ত।
আরামবাগ লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি পি আই(এম)প্রার্থী কম বিপ্লব মৈত্রের নাম ঘোষনার সাথে সাথে পুরশুড়া উত্তর এরিয়া কমিটির কেলেপাড়া অঞ্চলে কুলবাতপুর কালীতলায় মিছিল হয়।
বাবাই সাহাঃ-উত্তরপাড়া কলেজ বাস স্ট্যান্ড থেকে উত্তরপাড়া মাখলা পর্যন্ত সি পি আই এম প্রার্থী তরুন তুর্কী কমরেড দীপ্সিতা ধর এর সমর্থনে মিছিল।