জেলা রাজ্য

ময়দান বড় করার কাজে মৌলানা আজাদ কলেজের কয়েকজন ছাত্রছাত্রী


সৌভিক ব্যানার্জি: চিন্তন নিউজ:১৯শে জুন:- আজ দুপুর তিনটে’র সময় কলকাতার লোটাস মোড়ে চলছিল বিকল্পের সন্ধান! ছোট্ট কুঁড়ির বাগান সাজানোর কাজ চললো দুপুর জুড়ে। ঠিক যখন মানুষকে ভাগ করার কনস্পিরেসি, ঠিক তখনই ক্লাসরুম থেকে ক্যান্টিনের সূর্যমুখীদের এক করার হাতিয়ার ‘মৌলানা আজাদ কীট’।

মৌলানা আজাদ কলেজের কয়েকজন ছাত্রছাত্রী আজ ময়দান বড় করার কাজ শুরু করে ফেললো। দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে আজ তুলে দেওয়া হলো কিছু শিক্ষাসামগ্রী, খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসামগ্রী। শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল ফাইল, খাতা, পেন, পেন্সিল, শার্পনার, রাবার এবং খাদ্যসামগ্রীর মধ্যে ছিল মুড়ি, কলা, দুধ, কর্ণফ্লেকস, হরলিক্স, ম্যাগি, বিস্কুট। স্বাস্থ্যসামগ্রীর মধ্যে ছিল মাস্ক ও সাবান।

তামাম রাজ্যের বুকে যেভাবে ছাত্ররা মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়েছে, মৌলানা আজাদ কলেজের ছাত্রছাত্রীদের এই কর্মসূচিও তার ব্যতিক্রম নয়। প্রতিদিন এভাবেই তৈরী হচ্ছে দৃষ্টান্ত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।