রাজ্য

মাত্র দুই বছর আগে তৈরী আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এর তৈরী জলের রিজার্ভারের পাইপ ফেটে বিপত্তি


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১১ই আগস্ট:– ২০১৯ সালে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তৈরী করে এক পানীয় জলের ট্যাঙ্ক। সেই জলের ট্যাঙ্ক এখনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি । বর্তমানে জলের ট্যাঙ্ক উদ্বোধন করার কথা চলছে কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি। মাত্র দুই বছর আগে তৈরী আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এর তৈরী করা জলের রিজার্ভারের পাইপ ফেটে গেছে এবং এর জন্য চরম বিপদে পড়েছে এলাকাবাসী।

এই অঞ্চলে পানীয় জলের অভাব সেই অবস্থায় পাইপ ফেটে গিয়ে অঝোর ধারায় পানীয় জল নষ্ট হচ্ছে। এই অঞ্চলের নিকাশি ব্যবস্থা ভাল হলেও রাস্তায় জল জমে যাচ্ছে । পথঘাট কাদা ভর্তি। উদ্বোধন হ‌ওয়ার আগেই এমন ঘটনায় বিস্মিত এলাকাবাসী। এলাকাবাসীর কথা অনুযায়ী মাত্র এক – দেড় বছর আগে এই জলের রিজার্ভার তৈরী হয়েছে। গত সোমবার রাত আটটা নাগাদ হঠাৎ পাইপ ফেটে জল বেরোতে আরম্ভ করে। জলে রাস্তাঘাট ভেসে যাচ্ছে দেখে এলাকাবাসী হতচকিত হয়ে পড়েন। উদ্বোধন হবার আগে এমন ঘটনায় সরকারী কাজে ব্যাপক দূর্নীতি ধরা পড়েছে।

এলাকাবাসীর কথা অনুযায়ী আসানসোলের বড়াচক এলাকায় এক বিশালাকার জলের ট্যাঙ্কি আছে। যার থেকে আশেপাশের বেশ কয়েকটি এলাকায় জল সরাবরাহ করা হয়।পাশে আবার আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরীর কাজ চলছে। এরই মধ্যে পাইপ ফেটে দুর্ভোগ ডেকে এনেছে। এলাকাবাসী জানিয়েছেন অত্যন্ত খারাপ মালমশলা দিয়ে এই ট্যাঙ্ক তৈরী করার ফলে এই দুর্গতি মানুষের।

এলাকাবাসীর মনে পড়ছে বাঁকুড়া জেলার ঘটনার কথা। হঠাৎ ভেঙে পড়েছিল নীলসাদা রং করা বিশালাকার জলের ট্যাঙ্ক ।প্রবল স্রোতে অবিরাম ধারায় পানীয় জলের আপচয় পশ্চিমবঙ্গ সরকারের চরম দূর্নীতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।