জেলা রাজ্য

তেভাগা আন্দোলনের স্মৃতি বিজড়িত চন্দনপিঁড়ি ও হরিপুর গ্ৰামে বিপর্যস্ত মানুষগুলোর পাশে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি


মানসী চক্রবর্তী: চিন্তন নিউজ:৭ই জুন:- নামখানা একটি অতি পরিচিত নাম, সুন্দরবনের প্রবেশেদ্বার আজ আমফানের তান্ডবে বিধ্বস্ত। নামখানা পঞ্চায়েত সমিতির উত্তর চন্দনপিঁড়ি, দক্ষিণ চন্দনপিঁড়ি ও সুন্দরিকা নদীর তটে অবস্থিত হরিপুর গ্ৰাম।

তেভাগা আন্দোলনের স্মৃতি বিজড়িত এই চন্দনপিঁড়ি ও হরিপুর গ্ৰাম। মানবতার তাগিদে এই বিপর্যস্ত মানুষগুলোর কাছে পৌঁছে গেল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার চন্ডীতলা জোনাল কমিটির নেতৃবৃন্দ। গ্ৰামবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে চিঁড়ে, মুড়ি, ছাতু, সর্ষের তেল, সয়াবিন, সাবান, জলের বোতল,মাস্কসহ আরও কিছু প্রয়োজনীয় উপকরণ। এছাড়া কিছু ত্রিপল ও অত্যাবশ্যকীয় ঔষধপত্র ছিল তালিকায়। আগামী সপ্তাহে পাথরপ্রতিমায় পৌঁছে যাবেন সংগঠনের কর্মীরা সাধ্যমত ত্রাণসামগ্রী নিয়ে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।